ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার ৬টি কৌশল
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক: ‘সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে’ গানের কথাগুলো হয়তো সবার জীবনের সঙ্গেই মিলে যাবে। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে বলুন। তাই তো সবাই তার প্রিয় ভালোবাসার মানুষকে নিয়ে হারিয়ে যায় প্রকৃতির মাঝে। কিন্তু ছোট্ট কিছু ভুলের কারণে অনেকের জীবনেই নেমে আসতে পারে ভয়ানক বিপদ। সেই সঙ্গে ভালোবাসার সেই প্রিয় মানুষটির সঙ্গে ভেঙ্গে যেতে পারে প্রাণের সম্পর্ক। তাই ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে আপনি চাইলেই এই ৬টি কৌশল প্রয়োগ করতে পারেন। 
১। ভুল-ত্রুটি ভুলে যান:
ভুলত্রুটি নিয়েই জীবন। তাই আপনি যখন কারও প্রতি আকর্ষণ অনুভব করবেন, তখন তার ভুলত্রুটি গুলি চিহ্নিত না করে বরং ভুল-ত্রুটি গুলি অগাহ্য করুন। সম্পর্ক এগোলে আপনারা নিজেই একে অপরের ভাল-মন্দ দিক খুঁজে পাবেন। এই সময় আপনাদের একে অপরকে বোঝা ও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। যদি আপনি সম্পর্কের ক্ষেত্রে খোলা মনের হন তাহলে সঙ্গী সহজেই আপনাকে বিশ্বাস করবে। তাই সহানুভূতিশীল ও খোলা মনের হয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যান।
২। সময়কে উপভোগ করুন:
বর্তমানটাকে উপভোগ করুন। বাকিরা কী ভাবছে তা ভেবে আপনার কাজ কি? সম্পর্কের বিভিন্ন রকম স্তর হয়। আপনার সম্পর্কে তৃতীয় কারো হস্তক্ষেপ সম্পর্ককে প্রশ্নের মুখে দাঁড় করায়। যখন আপনি কাউকে আপনার জীবন সঙ্গী হিসেবে বাছবেন তখন আপনি নিজে ভাবুন এই সম্পর্ক আপনার জন্য সঠিক কিনা? অন্য কারও মতামতকে প্রাধান্য দেবেন না। এতে আপনারই ক্ষতি। তাই নিজের ক্ষতিটা আগে বিবেচনায় নিন।
৩। নিজের কাছে স্বচ্ছ থাকুন:
নিজের কাছে স্বচ্ছ থাকা একটি সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্পর্কে থাকুন আর না থাকুন নিজের কাছে স্বচ্ছ থাকা খুবই গুরুত্বপূর্ণ।  তবে, এমন কিছু বলবেন না যাতে নিজেই নিজের মুখোমুখি হতে সমস্যায় পড়েন।
৪। সমতা বজায় রাখুন:
আমরা বলছি না আপনি নিজের স্বাধীনতা ভুলে যান। কিন্তু আপনি যদি সপ্তাহে একদিন দু’ঘন্টার জন্য আপনার সঙ্গীকে সময় দেন, তাহলে আপনি অন্যায় করছেন। অন্তত রোজ রাতে একসঙ্গে সময় কাটালে সম্পর্কের ভাল দিক প্রকাশ পায়। এতে আপনি কখনও সঙ্গীর থেকে দূরে যাবেন না। আপনার সঙ্গীর মধ্যেই আপনার দুনিয়া বানিয়ে নিন। বন্ধুরা তাদের জায়গায় বিশেষ মানুষটির যায়গা সবার থেকে আলাদা।
৫। মনের কথা খুলে বলুন:
মনের কথা প্রকাশ করতে কখনো ভয় পাবেন না। যদি আপনি আপনার অনুভূতিগুলি প্রকাশ না করেন, তবে আপনার সঙ্গী আপনার মনের কথা জানবে কী করে? সম্পর্ক একটি  দুমুখো রাস্তার মতো। এখানে একে অপরের সুবিধা অসুবিধাগুলি বোঝা খুব জরুরি।
৬। চোখের ভাষায় কথা বলুন:
মাঝে মাঝে একান্তে কথা বলুন চোখের ভাষায়। এমনভাবে বলুন সেকথা যেন তার কানে গান হয়ে বাজে। জীবনের পর্দায় প্রধান জুটিতে থাকার চেষ্টা করুন। এমন জীবন আর কবে পাবেন বলুন। এই সময়, এই বয়স অনুভূতির গলিতে একদিন হারিয়ে যাবে। তাই যৌথ পথচলায় ভালোবাসার মানুষকে প্রাধান্য দিন নিজের জীবনের মত। সঙ্গীতো জীবনেরই জন্য! তাই নয় কি?
২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ