বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০৮:৩৬:৫০

নারীর পায়ের অন্যরকম এক জুতো

 নারীর পায়ের অন্যরকম এক জুতো

এক্সক্লুসিভ ডেস্ক : ফ্যাশনের যেন কমতি নেই। একেক সময় একেক ডিজাইনের ফ্যাশন। ফ্যাশন পরিবর্তন হতে হতে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে তা ব্যবহারের কতটা যোগ্য সেটা নিয়েই প্রশ্ন। তবে এবার এক অন্যরকম ডিজাইনের জুতো। একদম নতুন ফ্যাশন। কিন্তু কতটা গ্রহণযোগ্য তা একমাত্র যিনি ব্যবহার করবেন তিনিই বলতে পারবেন। নতুন ফ্যাশন লেদার আর পশুর হাড়ের তৈরি হিল তোলা জুতো। তার সাথে হাড়েরই তৈরি ছোট্ট কঙ্কালের মুখ। অদ্ভুত ব্যাপার! তবে এটাই আধুনিক জেনারেশনের কাছে ইউনিক। অন্যদিকে অক্টোপাসের আদলে তৈরি জুতো যার রঙ হবে গভীর নীল। তবে ডিজাইন নানা হলেও এসব দেখতে ভালো লাগে শুধুমাত্র ছবির পর্দায় বা ফ্যাশন র‍্যাম্পে। ভারতে তৈরি এ জুতো বাস্তবে কতটা গ্রহনযোগ্য হবে সেটাই দেখার। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে