ভালোবাসার মানুষটির সঙ্গে ভুলেও এই ৫টি তথ্য শেয়ার করবেন না 
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক: যেকোন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সতর্কতা। আর তা যদি হয় ভালবাসার সম্পর্ক তবে তো একটু বেশিই সচেতনতার প্রয়োজন পড়ে। একটি ছোট ভুলে যেকোন সময় ভেঙ্গে যেতে পারে ভালবাসার সম্পর্কটি। প্রিয় মানুষটির সাথে সব কিছু শেয়ার করা ভাল, কিন্তু কিছু বিষয় থাকে যা কারো সাথে শেয়ার করা উচিত নয়। এমনকি আপনার অতি প্রিয় মানুষটির সাথেও নয়। আসুন জেনে নিই যে বিষয়গুলো আপনি আপনার প্রেমিকের সাথে শেয়ার করবেন না।
১।পাসওয়ার্ড
এই ভুলটি আমরা প্রায় সবাই করে থাকি। কখনই নিজের ফেইসবুক, টুইটার, ই-মেইলের  পাসওয়ার্ড আপনার প্রেমিকের সাথে শেয়ার করবেন না। আপনার প্রেমিকের সাথে আপনার যতই ভাল সম্পর্ক থাকুক না কেন, নিজের ফেইসবুক, টুইটার, ই-মেইলের পাসওয়ার্ড নিজের কাছে রাখুন।
২। আপনার ডায়রি
আপনার কি ডায়রি লেখার অভ্যাস আছে? আপনি কি প্রতিদিনকার ছোট ছোট ঘটনা ডায়রিতে লিখে রাখতে পছন্দ করেন? তবে সেই ডায়রি কখনই আপনার প্রেমিকের সাথে শেয়ার করবেন না। কারণ ডায়রি থেকে আপনার প্রেমিক এমন কিছু বিষয় জেনে যেতে পারে যা হতে পারে আপনাদের সম্পর্কের জন্য ক্ষতিকর।
৩। আপনার কাছের বন্ধুর গোপন কথা
আপনার সবেচেয়ে প্রিয় বন্ধুটির গোপন কথা কখনই আপনার প্রেমিকের কাছে শেয়ার করবেন না। আপনার বন্ধুটি আপনাকে বিশ্বাস করে তার ব্যক্তিগত কথা আপনার সাথে শেয়ার করেছে। সেটি আপনি অন্য কারো সাথে শেয়ার করতে পারেন না। এতে আপনাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে।
৪। প্রেমিকের মাকে অপছন্দ করা
আপনি যদি আপনার প্রেমিকের মাকে অপছন্দ করেন তবে তা কখনই আপনার প্রেমিকের সাথে শেয়ার করবেন না। এমন কোন আচরণ করবেন না যাতে প্রকাশ পায় আপনি আপনার প্রেমিকের মা বা তার পরিবারকে পছন্দ করেন না।
৫। নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করবেন না
আপনি জানেন না কখন আপনার সম্পর্ক খারাপ হবে। তাই নিজের একান্ত ব্যক্তিগত বিষয় শেয়ার করা থেকে বিরত থাকুন। কারণ এই বিষয়গুলো পরবর্তীতে অনেক সমস্যা সৃষ্টি করবে।
৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ