যে গ্রামে ঘুরে বেড়ায় কবরের মৃত ব্যক্তি!
এক্সক্লুসিভ ডেস্ক : রীতি-রেওয়াজ, সংস্কার, বিশ্বাস আর অন্ধবিশ্বাস। অদ্ভুত এক আজব কারবার। ইন্দোনেশিয়ার এক গ্রাম। যেখানে প্রতি তিন বছর অন্তর মৃত ব্যক্তিকে মাটি খুঁড়ে কবর থেকে বের করে আনা হয়।
এরপর সেই মৃতদেহকে স্নান করানোর পর নানাভাবে সাজিয়ে গোটা গ্রামে ঘোরানো হয়। ইন্দোনেশিয়ায় এই সামাজিক অনুষ্ঠানের নাম 'mummies Ma'nen' বা মৃতদেহকে পরিষ্কার করা।
জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
কিন্তু কেন হয় এমন কাজ? স্থানীয়রা বলছেন, আত্মার শান্তি কামনা ও মৃতদের কাছ থেকে আশীর্বাদ নেয়ার জন্যই তারা এমন কাজ করে থাকেন।
তিন বছর পর মৃতদেহকে বের করে আনা হয় কবর থেকে। এরপর ভালোভাবে স্নান করানো হয় মৃতদেহকে। পরে চোখে সানগ্লাস, জিনস বা অন্য ভালো পোশাক পরিয়ে কাঁধে চাপিয়ে মৃতদেহকে গোটা গ্রামে ঘোরানো হয়। মুখে বলা হয়, ‘এই দেখো আমি ফিরে এসেছি’।
১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�