মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ০৪:৪৪:৫০

স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার দায়ে সব মেয়েরা মিলে কলেজের ছাত্রকে জুতার মালা পুরষ্কার

স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার দায়ে সব মেয়েরা মিলে কলেজের ছাত্রকে জুতার মালা পুরষ্কার

টাঙ্গাইল: স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির করার অপরাধে বখাটে এক কলেজ ছাত্রকে জুতার মালা পুরষ্কার দিলেন স্কুলের সব মেয়েরা! এক সালিশি বৈঠকের সিদ্ধান্তে শাস্তি হিসাবে শত শত ছাত্রীর সামনে ইভটিজারকে গলায় জুতার মালা পড়ানো হয়। গত ৩০ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসাবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

 এলাকাবাসী জানায়,বাসাবাইদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির জনৈক এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে সাগরদিঘী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোস্তফা মাঝে মাঝে মধ্যেই উত্যক্ত করতো । সে উপজেলার মাগুইনাচালা গ্রামের আ.বাছেদের ছেলে। গত ২৯ এপ্রিল ছাত্রীটি প্রতিদিনের ন্যায় সকালে নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। স্কুলে যাওয়ার পথে মোস্তফা ছাত্রীটির পথ গতিরোধ করে।
 
এক পর্যায়ে মোস্তফা ছাত্রীটির হাত ধরে টানাটানি শুরু করে এবং শ্লীলতা হানির চেষ্টা চালায়। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন বখাটে মোস্তফাকে আটক করার জন্য চেষ্টা করলে সে মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্কুলের ছাত্র-ছাত্রীরা অভিভাবকরা মোস্তফার বিচার দাবী করে। পরে  বাসাবাইদ স্কুল মাঠে এ ঘটনা নিয়ে গ্রাম্য শালিসের আয়োজন করা হয়।
 
শালিসের গ্রাম্য মাতব্বররা অভিযুক্তকে জুতার মালা পড়িয়ে এলাকা ঘুরানোর রায় দেয়। রায় অনুসারে স্কুলের ছাত্র-ছাত্রীদের পায়ের জুতা দিয়েই মালা তৈরি করা হয় এবং সেই মালা পড়িয়ে এলাকা ঘুরানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, ইভটিজিং রোধে এলাকাবাসী এ ব্যবস্থা গ্রহণ করেছেন। সালিশি সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিনূর আহমেদ ,অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  ও স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী এ সালিশে উপস্থিত ছিলেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে