সোমবার, ২৮ আগস্ট, ২০১৭, ০৯:৫৫:২৭

২০০২ থেকে ২০১৭ : ১৫ বছরের 'ভন্ডবাবা'র কাহিনী

২০০২ থেকে ২০১৭ : ১৫ বছরের 'ভন্ডবাবা'র কাহিনী

এক্সক্লুসিভ ডেস্ক : সাধ্বীর সম্ভ্রমহানীর ঘটনায় দশ বছর নয়, ২০ বছরের সাজা শোনানো হয়েছে ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে। দুটি আলাদা মামলায় দশ বছর করে মোট ২০ বছরের সাজা শুনিয়েছে আদালত।

২৮ আগস্ট, ২০১৭: বিকেল ৩টা ২৫ মিনিটে ২০ বছরের কারাদণ্ড ঘোষণা রাম রহিমের।

২৮ আগস্ট, ২০১৭: দুপুর পৌনে ২টায় রোহতাকের সুনারিয়া জেলে সাজা ঘোষণা শুরু হয়।

২৭ আগস্ট, ২০১৭: ডেরার ৩৬টি আশ্রম সিল করে দেয় পুলিশ। ২ কোম্পানি সেনা এবং ১০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়।

২৬ আগস্ট, ২০১৭: এই হিংসা ছড়ানোয় প্রধানমন্ত্রীর সমালোচনা করলো আদালত। হরিয়ানার মুখ্যমন্ত্রীরও সমালোচনা করা হয়।

২৫ আগস্ট, ২০১৭: দোষী সাব্যস্ত হলেন তিনি। তাণ্ডব শুরু ভক্তদের। আগুন জ্বলল পঞ্চকুলায়। আঁচ পড়ল পাশের চার রাজ্যেও। তাণ্ডবের বলি হলেন ৩৮ জন।

২৫ আগস্ট, ২০১৭: শুনানির জন্য আদালতে হাজির হলেন রাম রহিম। পঞ্চকুলার প্রচুর ভক্তের জমায়েত।

জুলাই, ২০১৭: রোজকার শুনানি শুরু হল।

জুন, ২০১৭: দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না। ডেরা প্রধান রাম রহিমকে নির্দেশ দিলেন বিচারক।

২০১১-২০১৬: ৫২ জন সাক্ষীর কথা শোনে আদালত।

২০০৯-২০১০: আদালতে দুই অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হয়।

২০০৭: গুরমীত রাম রহিমের বিরুদ্ধে কোর্টে চার্জশিট পেশ করে সিবিআই।

২০০৫-২০০৬: নতুন করে তদন্ত শুরু হয়। নির্যাতিতা সাধ্বীর খোঁজ শুরু হয়।

ডিসেম্বর, ২০০২: সম্ভ্রমহানী, ভীতি প্রদর্শন এবং মহিলাদের সম্মানহানির চার্জ আনা হয় তার উপর।

সেপ্টেম্বর, ২০০২: রাম রহিমের বিরুদ্ধে সিবিআইকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি।

মে, ২০০২: হাইকোর্ট সিরসা জেলা ও দায়রা আদালতের বিচারককে তদন্তের নির্দেশ দেন।

এপ্রিল, ২০০২: ডেরা প্রধানের বিরুদ্ধে সম্ভ্রমহানীর অভিযোগ এনে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে