বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ০২:১৩:৪৪

আত্মহত্যার আগে সুইসাইড নোটে ব্লু হোয়েল নিয়ে যা লিখে গেলো ১৯ বছরের ছাত্র

 আত্মহত্যার আগে সুইসাইড নোটে ব্লু হোয়েল নিয়ে যা লিখে গেলো ১৯ বছরের ছাত্র

এক্সক্লুসিভ ডেস্ক: কিছুতেই যেন থামছে না ব্লু হোয়েল আতঙ্ক। মহারাষ্ট্র, কেরল, উত্তরপ্রদেশের পরে এ বার তামিলনাড়ুতেও এই মারণ অনলাইন গেম খেলতে গিয়ে আত্মঘাতী হলেন এক ছাত্র। আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে ১৯ বছরের এই ছাত্র লেখেন, ব্লু হোয়েলে ঢোকা যায়, বেরনো যায় না।

বুধবার বিকেল সওয়া ৪টে নাগাদ নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মাদুরাইয়ের তিরুমঙ্গলম এলাকার বাসিন্দা বিগ্নেশ। মুন্নার কলেজে বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ব্লু হোয়েলের নয়া শিকার তিনি। বিগ্নেশের হাতে তিমির ছবি আঁকা ক্ষত পাওয়া গিয়েছে।

ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে বিগ্নেশের সুইসাইড নোটটিও। তাতে লেখা, ''ব্লু হোয়েল- এটা কোনও গেম নয়, এটা সাক্ষাত্‍ বিপদ। তুমি এতে প্রবেশ করতে পারবে, কিন্তু কখনওই এর থেকে বেরতে পারবে না।''

আত্মঘাতী সেই ছাত্র কিছু দিন ধরেই তাঁর আচরণে অস্বাভাবিকতা লক্ষ করছিলেন বলে জানিয়েছেন তাঁর বন্ধুরা। এমনকী বিগ্নেশের এক বন্ধু পুলিশকে জানিয়েছিলেন, স্বাভাবিকের থেকেও অনেক বেশি সময় মোবাইলের পিছনে ব্যয় করছেন তাঁর বন্ধু। বিগ্নেশ ব্লু হোয়েলের গেমের শিকার বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন ওই বন্ধু। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

তামিলনাড়ুতে ব্লু হোয়েলে মৃত্যুর ঘটনা এই প্রথম। এ মাসেই এই মারণ খেলার নেশায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্র, কেরল ও উত্তরপ্রদেশের তিন জন। প্রশাসনের তরফে অভিবাবকদের অনুরোধ করা হয়েছে সন্তানদের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখতে। রাশিয়াতে জন্ম এই মারণ অনলাইন গেমসে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে