মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০১:২৮:১৫

উন্নত দেশগুলির সঙ্গে বাংলাদেশের কয়েকটি পেশার আয়ের তুলনা

উন্নত দেশগুলির সঙ্গে বাংলাদেশের কয়েকটি পেশার আয়ের তুলনা

এক্সক্লুসিভ ডেস্ক: একবিংশ শতকে এসে ঝড়ের গতিতে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলেছে বাংলাদেশ। দেশের সব দিক থেকে অগ্রগতি হচ্ছে। অন্তত তিন দশক আগে আমরা যে অবস্থায় ছিলাম তার থেকে তো বটেই। তবে ঘটনা হল, এসব সত্ত্বেও এখনও কিন্তু আমরা উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের উন্নত দেশগুলির চেয়ে পিছিয়ে রয়েছি। আর বিভিন্ন পেশায় বেতনের কথা যদি ধরা যায় তাহলে উন্নত দেশের সঙ্গে আমাদের ফারাক আকাশ-পাতালের। কেমন সেই ফারাক আসুন জেনে নেওয়া যাক।

১. আইনজীবী
বাংলাদেশে আইনজীবী হিসাবে পেশা শুরু করলে বার্ষিক শূন্য থেকে শুরু করে ১/২ লাখ টাকা পর্যন্ত আয়-রোজগার করা যায়। আর কর্পোরেট ক্ষেত্রে আইনের পেশায় যুক্ত হলে ৪-৫ লাখ টাকা বছরে রোজগার হতে পারে। অভিজ্ঞতা বাড়লে বছরে ১০-১৫ লাখ টাকা হতে পারে আপনার রোজগার। খুব বেশি হলে ২৫-৩০ লাখ টাকা আয় হতে পারে বছরে।

সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনজীবীরা পেশা শুরু করেন ৪০-৮০ লাখ টাকা বার্ষিক বেতন দিয়ে।
অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তা বছরে ১-২ কোটি টাকায় পৌঁছায়। সুইজারল্যান্ড ও জার্মানি এমনকি নরওয়েতেও বছরে গড়ে ১-২ কোটি টাকা আইনজীবী হিসাবে রোজগার করা যায়।

২. চিকিৎসক
বাংলাদেশে এমবিবিএস পাশ করে সরকারি হাসপাতালে কাজ করতে গেলে বার্ষিক ৪ থেকে ৫ লাখ টাকা রোজগার করা যায়। বেসরকারি হাসপাতালে গেলে বছরে ৬-৭ লাখ টাকা রোজগার হতে পারে। অভিজ্ঞতা বাড়লে মাসে লক্ষাধিক টাকা গড়ে রোজগার করতে পারেন এদেশের চিকিৎসকেরা। আর বছরে কোটি টাকার ওপরেও আয় হতে পারে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রে জুনিয়র চিকিৎসকেরা কাজ শুরুই করেন বছরে ৬০-৭০ লাখ টাকা বেতন দিয়ে। পরে তা বছরে ৩-৪ কোটি টাকার বেশিতে পৌঁছে যায়। জার্মানি ও অস্ট্রেলিয়াতে অভিজ্ঞ চিকিৎসকেরা বছরে গড়ে প্রায় ৩-৫ কোটি টাকা রোজগার করেন।

৩. ইঞ্জিনিয়ার
এদেশে পাশ করা ইঞ্জিনিয়াররা সরকারি চাকরিতে শুরুতে বেতন পান বছরে প্রায় ৪-৫ লাখ টাকা। তবে বেসরকারি খাতে কাজ করলে শুরুতে একটু কমই পান। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তা ৮-১২ লাখ টাকা বা তার বেশিও হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারদের কদর কিন্তু আলাদা। সেদেশে ইঞ্জিনিয়াররা শুরুতেই পান ৪০-৫০ লাখ টাকার বার্ষিক বেতন। পরে তা বেড়ে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা ছাড়িয়ে যায়। নরওয়ে ও জার্মানিতে এই পদে বছরে প্রায় ৬০-৮০ লাখ টাকা ও সুইজারল্যান্ডে প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি টাকা বেতন পাওয়া যায়।

৪. সিভিল সার্ভিস
বিসিএস পরীক্ষায় পাশ করে এই পেশায় প্রবেশ করা বাংলাদেশিরা এখন গড়ে বছরে ৪-৫ লাখ টাকা বেতন দিয়ে চাকরিজীবন শুরু করেন। পরে তা বেড়ে গড়ে ৮-১২ লাখ টাকা হয়।

যুক্তরাষ্ট্রে একজন সিভিল সার্ভিস ক্যাডার কাজ শুরুই করেন ১৪-১৫ লাখ টাকা বেতন দিয়ে। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তা বেড়ে ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত হয়ে যায়। কানাডাতে অভিজ্ঞতা থাকলে বছরে ৮৫ লাখ টাকা ও সুইজারল্যান্ডে ৯০ লাখ টাকা রোজগার করা যায়।

৫. সাংবাদিকতা
সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলে বাংলাদেশে গড়ে ১-৩ লাখ টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়। অভিজ্ঞতা বাড়লে তা বেড়ে ১২ থেকে ১৫ লাখ টাকা হতে পারে।

এই একই পেশায় মার্কিনিদের জীবন শুরু হয় প্রায় ২৫ লাখ টাকা বার্ষিক বেতন দিয়ে। পরে তা বেড়ে গড়ে প্রায় ৫০ লাখ টাকা হয়। জার্মানিতে এই বেতন হবে গড়ে ৬০-৭০ লাখ টাকা ও ইংল্যান্ডে হবে ৫০-৫৫ লাখ টাকা।

৬. বিজ্ঞাপন ও মার্কেটিং
বিজ্ঞাপন ও মার্কেটিং জগতে প্রবেশ করলে প্রথমে গড়ে বার্ষিক ২-৩ লাখ টাকা বেতন পাওয়া যায়। অভিজ্ঞতা বাড়লে তা বেড়ে ১০ থেকে ১৫ লাখ টাকা বা ২০ লাখ টাকাও হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রে এই পেশায় বেতন শুরু হয় বার্ষিক প্রায় ৩০-৩২ লাখ টাকা থেকে। যা পরে বেড়ে ৬০ থেকে ৬৫ লাখ টাকায় পৌঁছায়। জার্মানিতে পাওয়া যাবে ৪৫-৫০ লাখ ও সুইজারল্যান্ডে দেওয়া হয় বার্ষিক ৭৫-৮০ লাখ টাকা। আর অভিজ্ঞতা বাড়লে তা ১-২ কোটি টাকা ছাড়িয়ে যায়।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে