শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৫৩:০৫

পৃথিবীর শীর্ষ ধনীরা কে কত সম্পদের মালীক?

পৃথিবীর শীর্ষ ধনীরা কে কত সম্পদের মালীক?

এক্সক্লুসিভ ডেস্ক: বিশ্বের বিত্তশালীদের মোট সম্পদের পরিমাণ সাড়ে ৬৩ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান কেপগেমিনির এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে কোটিপতিদের সংখ্যা ৮ শতাংশ বেড়ে এক কোটি ৬৫ লাখে পৌঁছেছে।

বাসস্থান, বিভিন্ন সংগ্রহ ও ভোগ্যপণ্য বাদে ন্যূনতম ১০ লাখ ডলার বিনিয়োগ করতে পারেন এমন বিত্তশালীদের সম্পদের পরিমাণ গত বছর ৮ দশমিক দুই শতাংশ বেড়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালের মধ্যে বিত্তশালীদের সম্পদের পরিমাণ ১০০ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলেও ধারণা করছে কেপগেমিনি।

রিপোর্টে বলা হয়েছে, কেবল গত বছর মিলিয়নেয়ার হয়েছেন বিশ্বজুড়ে এমন ব্যক্তির সংখ্যা সাড়ে ১১ লাখের কাছাকাছি। বেশির ভাগ মিলিয়নেয়ারের বাস যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও চীনে; এদের হাতেই বিশ্বের সব মিলিয়নেয়ারের সম্পদের দুই-তৃতীয়াংশ বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে মিলিয়নেয়ারের সংখ্যা ৪৪ লাখ ৬০ হাজার থেকে বেড়ে ৪৮ লাখ হয়েছে; চীনে এই সংখ্যা ১১ লাখ ৩০ হাজার হয়েছে, যা আগের বছর ছিল ১০ লাখ।

রিপোর্টে বলা হয়েছে, ইউরোপ ও উত্তর আমেরিকার পাশাপাশি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোও সম্পদ বৃদ্ধিতে সমান ভূমিকা রেখেছে। আগের বছর নিম্নমুখী প্রবণতার মুখোমুখি হওয়া রাশিয়া, ব্রাজিল ও কানাডা ঘুরে দাঁড়িয়েছে।

শেয়ার বাজারের পরিস্থিতি ঠিক করতে নেয়া পদক্ষেপের কারণে রাশিয়ায় মিলিয়নেয়ার এবং তাদের সম্পদের পরিমাণ ২০ শতাংশ বেড়েছে বলে কেপগেমিনির রিপোর্টে বলা হয়েছে।

মিলিয়নেয়ারদের সংখ্যার বিচারে ফ্রান্সকে হটিয়ে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে যুক্তরাজ্য; আবাসন ব্যবসার পুনর্জাগরণ এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। ইকুইটি মার্কেটে দুরবস্থার কারণে সিঙ্গাপুরকে প্রথম ২৫ থেকে ছিটকে দিয়েছে সুইডেন।

বিশ্বজুড়ে শক্তিশালী প্রবৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর উদ্দীপনায় কয়েক বছর পর অর্থনীতিতে প্রবল তারল্যের উপস্থিতিতে স্টক মার্কেটগুলো শক্তিশালী হওয়ায় মিলিয়নেয়ার এবং তাদের সম্পদের পরিমাণ রেকর্ড মাত্রায় উন্নীত হয়েছে।

বিনিয়োগকারীদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং অস্বাভাবিক মাত্রায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কমে যাওয়ায় আসছে বছরগুলোতে দেশটির অগ্রযাত্রা ব্যাহত হতে পারে। রয়টার্স

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ

বিশ্বখ্যাত ফোবস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান আবারো পেয়েছেন মাইক্রোসফটের বিল গেটস।

চলতি বছর বিশ্বে বিলিয়ন ডলারের মালিকের সংখ্যা ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০৪৩জনে দাঁড়িয়েছে।

ফোবস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বিল গেটসের সম্পত্তি বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৮৬ বিলিয়ন ডলার যেটি আগের বছর ছিল ৭৫ বিলিয়ন ডলার।

বিল গেটসের পরের স্থানেই আছেন ওয়ারেন বাফেট। তার সম্পত্তির পরিমাণ এখন ৭৫.৬ বিলিয়ন ডলার।

এ তালিকায় তৃতীয় অবস্থানে আছেন আমাজান'র প্রতিষ্ঠাতা জেফ বিযোস । তার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭.৬ বিলিয়ন ডলার। অর্থাৎ বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৭২.৮ বিলিয়ন ডলার।

ফোবস ম্যাগাজিন বলছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বর্তমানে বিশ্বের পাঁচ নম্বর ধনী ব্যক্তি।

ফোবসের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ দশ ধনী
বিল গেটস ( মাইক্রোসফট প্রতিষ্ঠাতা) : ৮৬ বিলিয়ন ডলার
ওয়ারেন বাফেট ( মার্কিন বিনিয়োগকারী ) : ৭৫.৬ বিলিয়ন ডলার
জেফ বিযোস ( আমাজানের প্রতিষ্ঠাতা) : ৭২.৮ বিলিয়ন ডলার
অ্যামানিকো ওরতেগা ( ইনডেক্স'র প্রতিষ্ঠাতা): ৭১.৩ বিলিয়ন ডলার
মার্ক জাকারবার্গ (ফেসবুক প্রতিষ্ঠাতা) : ৫৬ বিলিয়ন ডলার
কার্লোস স্লিম ( মেক্সিকোর ধনকুবের): ৫৪.৫ বিলিয়ন ডলার
ল্যারি এলিসন ( ওরাকল'র সহ-প্রতিষ্ঠাতা) : ৫২.২ বিলিয়ন ডলার
চার্লস কোচ ( মার্কিন ব্যবসায়ী) : ৪৮.৩ বিলিয়ন ডলার
ডেভিড কোচ (মার্কিন ব্যবসায়ী ): ৪৮.৩ বিলিয়ন ডলার
মাইকেল ব্লুমবার্গ ( ব্লুমবার্গ'র প্রতিষ্ঠাতা) : ৪৭.৫ বিলিয়ন ডলার

তবে ভালো খবর নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। ফোবসের তালিকা অনুযায়ী মি: ট্রাম্প ছিলেন বিশ্বের ২২০তম ধনী ব্যক্তি। কিন্তু চলতি বছর তার সে স্থান নেমে এসেছে ৫৪৪তম অবস্থানে। ট্রাম্পের সম্পত্তির পরিমাণ ৩.৫ বিলিয়ন ডলার।

ফোবস ম্যাগাজিন বলছে, ট্রাম্পের সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন ডলার কমে গেছে কারণ আমেরিকায় আবাসন ব্যবসা ভালো যাচ্ছে না।

বিশ্বজুড়ে বিলিয়ন ডলার মালিকদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করছে আমেরিকায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন এবং তৃতীয় অবস্থানে আছে জার্মানি।

ফোবস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বিল গেটস গত ২৩ বছরের মধ্যে ১৮ বার বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তির তালিকায় ছিলেন। বিবিসি, ২১ মার্চ ২০১৭
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে