রবিবার, ২২ অক্টোবর, ২০১৭, ০৩:১১:৫৭

১৮ বার গর্ভপাতের পর মা হলেন ৪৮ বছরের নারী

 ১৮ বার গর্ভপাতের পর মা হলেন ৪৮ বছরের নারী

এক্সক্লুসিভ ডেস্ক :  সব মহিলার মতো লুইসও মা হতে চাইতেন। চাইতেন একটা সম্পূর্ণ পরিবার। কিন্তু বারবার চেষ্টা করেও সফল হননি। টানা ১৮ বার গর্ভপাত হয়েছিল যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর সুইনডনের লুইস ওয়ার্নেফোর্ডের।

কিন্তু এবার তাঁকে আর সেই গর্ভপাতের সাক্ষী হতে হলো না। অবশেষে ১৯ বারের সময় সন্তানের জন্ম দিলেন তিনি। শুধু তাই নয়। লুইসের বর্তমান বয়স ৪৮ বছর। একটি অদ্ভুত সমস্যা ছিল লুইসের। তাঁর দেহে কিলার সেল তৈরি হতো। অজাত ভ্রুণগুলিতে সেটি হত্যা করত।

ফলে অনেক চেষ্টা সত্ত্বেও মা হতে পারছিলেন না তিনি। এর জন্য প্রায় ৮০ হাজার ইউরো তিনি ইতিমধ্যেই খরচ করে ফেলেছিলেন। প্রায় ২০ বছর ধরে তাঁর চিকিৎসা চলছিল। ১৮ বার সন্তান ধারণ করেও তাদের মুখ দেখতে পাননি।

টানা ১৮ বার অসফল হওয়ায় ভেঙে পড়েছিলেন লুইস। তবে হাল ছাড়েননি। একবার নিজেদের শেষ সুযোগ দিয়েছিলেন। ভেবেছিলেন, এটাই শেষবার। এবার যদি না হয়, মেনে নিতে হবে। তবে এবার আর তাঁকে নিরাশ হতে হয়নি। অবশেষে লুইস ও তাঁর স্বামী মার্ক সুখের মুখ দেখেন।

২০১৫ সালে চেজ রিপাবলিকে ভ্রুণ দান করে তারা। লুইস জানিয়েছেন, 'প্রতিবার ১৪ সপ্তাহের মাথায় আমার গর্ভপাত হতো। প্রতিবার মনে আশা জাগত। প্রতিবারই ভাবতাম আমি যেমন পরিবার চাই, পাব। কিন্তু আশাহত হতাম। '

এবারও হয়তো সন্তানের মুখ দেখার সৌভাগ্য হবে না তাদের। কিন্তু এতদিন পর সন্তানের মুখ দেখতে পাওয়ায় খুশি লুইস ও মার্ক। দুজনই জানিয়েছেন, সন্তানকে মানুষ করে তোলাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য।  --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে