সোমবার, ২০ মে, ২০২৪, ০৪:৫৫:২৩

কেন জাপানীরা এত দীর্ঘজীবী? জানুন তাদের ৭টি স্বাস্থ্যকর অভ্যাস

কেন জাপানীরা এত দীর্ঘজীবী? জানুন তাদের ৭টি স্বাস্থ্যকর অভ্যাস

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষের আবাসস্থল জাপান। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কারণে দীর্ঘমেয়াদি অসুখ থেকেও দূরে থাকে তারা। জানেন কোন কোন স্বাস্থ্যকর অভ্যাসের কারণে তারা দীর্ঘজীবী হয়? জেনে নিন অনুসরণ করতে পারেন আপনিও। 

জাপানিদের ডায়েটে থাকে মৌসুমি ফল ও তাজা খাবার। মাইন্ডফুল ইটিং টেকনিক ও পরিমিত পরিমাণে খাওয়াও তাদের সুস্থ থাকতে সাহায্য করে। তাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি থাকে। এছাড়া সামুদ্রিক মাছ ও হোল গ্রেইনও নিয়মিত খায় জাপানিরা। 
জাপানিদের একটি স্বাস্থ্যকর অভ্যাস হচ্ছে নিয়মিত গ্রিন টি খাওয়া। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি মেটাবোলিজম বাড়ায়, হৃদরোগ থেকে দূরে রাখে ও দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমায়।

জাপানিরা নিয়মিত ব্যায়াম করে। হাঁটা, সাইকেল চালানো, ইয়োগা ও আর্ট প্র্যাকটিস তাই চি জাপানিদের দীর্ঘজীবনের অন্যতম রহস্য। 
জাপানি কালচারে প্রাধান্য পায় হাইড্রেশনের বিষয়টি। হজম শক্তি ঠিক রাখার পাশাপাশি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে পর্যাপ্ত পানি খাওয়ার বিকল্প নেই। 

কৃতজ্ঞতা প্রকাশকে সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয় জাপানে। কৃতজ্ঞতা প্রকাশের এই অভ্যাসকে জাপানিতে বলা হয় কানসা। এর অর্থ কেবল প্রকাশ করাই নয়, মন থেকে কৃতজ্ঞ হওয়া। জীবনের সকল প্রাপ্তির জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে স্ট্রেস থেকে দূরে থাকে তারা। এতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি লাভ করাও সম্ভব হয়।
পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ও ঠিক মতো ঘুমানো জাপানিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অভ্যাস তাদের দীর্ঘদিন রোগমুক্ত থাকতে সাহায্য করে। 

প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পছন্দ করে জাপানিরা। মানসিকভাবে প্রকৃতির সঙ্গে যোগাযোগকে জাপানি ভাষায় বলা হয় 'সিনরিন ইয়াকু।' একে ফরেস্ট বাথিংও বলা হয়। জাপানিরা বিশ্বাস করে প্রকৃতি তাদের মানসিক চাপ থেকে দূরে রাখতে পারে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে