রবিবার, ২২ অক্টোবর, ২০১৭, ১০:৫৮:৩৯

জলসীমায় ভারতীয় সেনা ট্যাংক রক্ষা করবে বাঙালির তৈরি এই লিফট ব্যাগ!

জলসীমায় ভারতীয় সেনা ট্যাংক রক্ষা করবে বাঙালির তৈরি এই লিফট ব্যাগ!

এক্সক্লুসিভ ডেস্ক : জলসীমায় ভারতের বিএমপি ট্যাংক রক্ষা করবে বাঙালির তৈরি বেলুন ব্যাগ। অনেক জিনিস একসঙ্গে একটি জায়গার মধ্যে ভরে নিয়ে যাওয়াই এই ব্যাগের কার্যকরিতা।

পড়াশোনার বই খাতা থেকে খেলার মাঠের কিট, সবক্ষেত্রেই ব্যাগ অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত ট্যাংক তুলে নিয়ে যাবে ব্যাগ! এমন কখনও হয়নি। সেটাই করে দেখাচ্ছে কলকাতার শিবপুর বি.ই কলেজের দুই ছাত্র।

প্রান্তিক সিনহা, সন্দীপ নায়ার। এরা বছর খানেকের বেশি সময় ধরে এই ব্যাগ বানানোর উপর কাজ চালাচ্ছেন। সেই ব্যাগই খুব শীঘ্রই ব্যবহৃত হবে ভারতীয় যুদ্ধ ক্ষেত্রে। প্রান্তিক ও সন্দীপের তৈরি এই ব্যাগের নাম আন্ডার ওয়াটার লিফট ব্যাগ।

যা ভারতীয় সেনার ব্যবহৃত বিএনপি ট্যাংককে যুদ্ধক্ষেত্রে সুরক্ষা দেবে। অনেকক্ষেত্রেই ব্যবস্থার অভাবে জলপথে বিপক্ষের আঘাত খাওয়া ট্যাংক জলে ডুবে যায়। ট্যাংকারকে ডুবে যাওয়া থেকেই রক্ষা করবে এই ব্যাগ।

প্রান্তিক জানিয়েছেন, "যুদ্ধক্ষেত্রে বিএনপি ভারতীয় সেনাবাহিনীর বহুল ব্যবহৃত ট্যাংক।" এই ট্যাংক স্থলের পাশাপাশি জলেও ব্যবহৃত হয়। সন্দীপ জানিয়েছেন, " সীমান্তে অনেক ক্ষেত্রেই ট্যাংকের উপর এসে বিপক্ষের বোমা বা সেল এসে পড়ে। এটা স্বাভাবিক ব্যপার। যুদ্ধক্ষেত্রের অবস্থা এমনই থাকে।"

এক্ষেত্রে অনেক সময়েই ট্যাংকার ধীরে ধীরে জলে ডুবে যায়। কারণ এই বিশাল ওজনের যুদ্ধ যানকে উদ্ধার করার মতো কোনও ব্যবস্থা থাকে না। প্রান্তিকের সঙ্গী সন্দীপ জানিয়েছেন, "আঘাত খাওয়া ট্যাংকারকে যুদ্ধ ক্ষেত্র থেকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেটাই করে দেখাবে ব্যাগ।" করে তুলবে যুদ্ধপযোগী।

তারা এও জানিয়েছেন, জলে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্যাংকের ভিতরে মজুদ থাকা অনেক গোলা বারুদও নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে ভারতের জোড়া ক্ষতি হয়। এই ক্ষতি থেকেও সেনাকে রক্ষা করবে তাদের ব্যাগ।

কিভাবে কাজ করে এই ব্যাগ? প্রান্তিক জানিয়েছেন, "ট্যাংকের সঙ্গেই থাকবে ওই বেলুন।" যখনই এরকম কোনও পরিস্থিতির তৈরি হবে অর্থাত্‍ কোনও ট্যাংকারে বিপক্ষের বোমা এসে পড়বে এবং তা ডোবার পরিস্থিতিতে থাকবে ঠিক তখনই কাজ করা শুরু করবে আন্ডার ওয়াটার লিফট ব্যাগ। আসতে আসতে ফুলতে শুরু করবে ব্যাগ।

ধীরে ধীরে বাড়তে শুরু করবে এর আকার। জলে ভাসিয়ে রাখবে ট্যাঙ্ককে। এরপর টাগ বোট দিয়ে ওই ট্যাঙ্ককে তুলে নিলেই কাজ সম্পূর্ণ। সন্দীপ জানিয়েছেন, "এই টাগ বোট জলের যুদ্ধক্ষেত্রে প্রত্যেক দেশের কাছেই থাকে। সেটা দিয়েই ট্যাংককে পাড়ে নিয়ে আসতে হবে।" এভাবেই আন্ডার ওয়াটার লিফট ব্যাগের মাধ্যমে ভারতের সুরক্ষা সম্পত্তি রক্ষা পাবে।

প্রান্তিকের কথায়, "প্রথমে ১৬ টন অবধি টেনে নিয়ে যাওয়ার মতো ক্ষমতাবান ব্যাগ আমরা বানিয়েছিলাম।" কিন্তু বর্তমানে এর ক্ষমতা বাড়িয়ে ৪০ টন করা হয়েছে। যা সহজেই ভাসিয়ে রাখতে পারবে ট্যাঙ্ককে। ইতিমধ্যেই এই ব্যাগ নিয়ে নিয়েছে হায়দরাবাদের মিলিটারি কলেজ। তারা শেখাচ্ছেন ব্যাগের ব্যবহার। কিছুদিনের মধ্যেই রণে নেমেও পড়বে এই ব্যাগ। অপেক্ষা শুধু কিছু সময়ের।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে