বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭, ০৯:৫৯:২৩

বাসা থেকে বের হবার আগে ফ্রিজে একটা কয়েন রেখে আসুন, ফিরে গিয়ে ম্যাজিক দেখুন

বাসা থেকে বের হবার আগে ফ্রিজে একটা কয়েন রেখে আসুন, ফিরে গিয়ে ম্যাজিক দেখুন

এক্সক্লুসিভ ডেস্ক: ফ্রিজে একটা কয়েন রাখবেন- শুধু ছোট্ট একটা ট্রিক করে- একটি কাপে পানি ভরে ফ্রিজে রেখে দিন। এবার পানিটি জমে গেলে, এর উপর একটি কয়েন রেখে ছেড়ে দিন। ফ্রিজে খাবার রেখে বাইরে গিয়েছেন।

সাধারণ ভাবে আপনি নিশ্চিন্ত থাকতেই পারেন। কিন্তু, অনেক সময়ই বাড়ি ফিরে দেখতে হতে পারে যে, প্রিয় খাবারটি ফ্রিজের ভিতরে থেকেও প্রায় পচে গেছে। কারণ? অনেক কারণের মধ্যে অন্যতম হল লোডশেডিং।

ওই সময়ই আপনার খাবার পচিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে লোডশেডিং হয়েছে কিনা বুঝবেন কীভাবে?

শুধু ছোট্ট একটা ট্রিক করে- একটি কাপে পানি ভরে ফ্রিজে রেখে দিন। এবার পানিটি জমে গেলে, এর উপর একটি কয়েন রেখে ছেড়ে দিন।

যদি এসে দেখেন যে, কয়েনটি কাপের নীচে চলে গেছে, তাহলে বুঝবেন লোডশেডিং হয়েছিল এবং এক্ষেত্রে পচা খাবার নিশ্চয়ই খাবেন না। কিন্তু, যদি কয়েনটি উপরেই থাকে, তার অর্থ লোডশেডিং হয়নি।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে