অবিশ্বাস্য, পানিতেও চলবে মোটরসাইকেল!
এক্সক্লুসিভ ডেস্ক : স্থলে চলে মোটরসাইকেল, কিন্তু কখনো কি শুনেছেন পানিতেও চলবে মোটরসাইকেল? অবিশ্বাস্য মনে হলেও সত্যিই বিস্ময়কর। রাস্তায় চলতে চলতে পানিতে নামামাত্র বাইকটি স্পিডবোট হয়ে যাবে। আবার পানি থেকে ওঠার পরই চাকাগুলো বেরিয়ে এসে রাস্তায় চলতে থাকবে।
গল্প নয়, জলে এবং স্থলে উভয় জায়গাতেই দুর্দান্ত গতিতে ছুটে চলার বাইক বানিয়েছে গিবস স্পোর্টস। সিরিয়াল অ্যাম্পিবিয়ান নামের যানবাহন ডিজাইনারের ডিজাইন এবং প্রস্তুতকারক এলান গিবসের যৌথ চেষ্টায় তৈরি করা বাইকের নাম ‘বিসকী’।
এতোদিন যারা স্বপ্ন দেখেছেন এমন বাইক তৈরি করার, এখন বাস্তবেই হলো। সত্যি হলো স্বপ্ন। ৫৫ হর্সপাওয়ারের একজোড়া সিলিন্ডারের পেট্রল ইঞ্জিন ব্যবহৃত হয়েছে এই বাইকে। বিসকী ঘণ্টায় ১২৯ কি.মি. বেগে রাস্তায় এবং পানিতে ৬০ কি.মি. বেগে ছুটে চলতে পারবে।
তবে মজার বিষয় হলো, হাইওয়ে ছেড়ে পানিতে নেমে ৫ সেকেন্ডের মধ্যে একটি বাটনে চাপ দিলেই বাইক মুহূর্তেই হয়ে যাবে ওয়াটার বাইকে। পানিতে চলা শুরু হতেই বাইকের সামনের চাকা হাওয়ায় ভেসে উঠবে এবং চাকার অন্য পাশে থাকা ইঞ্জিন চালু হয়ে যাবে।
বাইকটির ওজন ২২৮ কেজি। দৈর্ঘ্য ২৩৫০মি.মি. এবং প্রস্থে ৯৫০ মি.মি.। বাইকটি মাটি থেকে উচ্চতায় ১৫০মি.মি.।
তবে বাইকটির দামের বিষয়ে এখনো জানা যায়নি। হাতের নাগালেই দাম রাখা হবে বলে জানিয়েছে বাইক নির্মাতা প্রতিষ্ঠানের ওয়েব সাইটে।
১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�