মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ০১:৩১:০৯

পৃথিবী থেকে বার্তা গেলো এলিয়েনদের কাছে! কি সেই বার্তা?

পৃথিবী থেকে বার্তা গেলো এলিয়েনদের কাছে! কি সেই বার্তা?

এক্সক্লুসিভ ডেস্ক : এলিয়ানদের কি আদৌ কোনো অস্তিত্ব আছে কি-না এই প্রশ্নটা বিভিন্ন মহলে ঘুরে ফিরে উঠতেই থাকে। ফলে তাদের অস্তিত্ব যাচাই করতে এবার গবেষণা শুরু করলেন জ্যোতির্বিজ্ঞানীরা।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সৌরমণ্ডলের খুব কাছে অবস্থিত রয়েছে একটি নক্ষত্রমণ্ডল। সে নক্ষত্রমণ্ডলের মধ্যকার একটি নক্ষত্র হলো GJ 273। যেটি সৌরমণ্ডলের থেকে মাত্র ১২ আলোকবর্ষ দূরে। এই নক্ষত্রমণ্ডলেই রেডিও সিগন্যাল পাঠানো হয়েছে।

তারা আরও জানান, যদি সেই নক্ষত্রমণ্ডলে এলিয়ান থাকে তাহলে আগামী ২৫ বছরের মধ্যে সেখান থেকে প্রতিবার্তা আসবেই। কারণ ওই নক্ষত্রতে পানি থাকার সম্ভাবনা রয়েছে প্রবল। তাই প্রাণের সঞ্চার হওয়া খুব একটা আশ্চর্যজনক নয়।

মেসেজিং এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স ইন্টারন্যাশানাল (METI)র প্রেসেডেন্ট ডগলাস ভাকোচ জানান, তারা আশাবাদী। ওই নক্ষত্রমণ্ডল থেকে একটা প্রতিবার্তা আসবেই। তবে তারা কি বার্তা পাঠিয়ে তা জানায়নি।

নরওয়ে থেকে এই রেডিও সিগনালটি একটি অ্যান্টেনা মারফত পাঠানো হয়েছে। গত অক্টোবর মাসে এই সিগনালটি পাঠানো হয়েছিল। এই সিগনালটি পাঠাতে সময় লেগেছিল প্রায় আটঘণ্টা। তিনদিনের ব্যবধানে পাঠানো হয়েছিল এই মেসেজটি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে