বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৫:৩৩:৩৩

৮১ বছর বয়সে ৯০ কেজির ব্যাগ নিয়ে দেশ ভ্রমণ!

৮১ বছর বয়সে ৯০ কেজির ব্যাগ নিয়ে দেশ ভ্রমণ!

এক্সক্লুসিভ ডেস্ক : যুব সম্প্রদায় দুর্বল হলে, দেশও দুর্বল হয়ে পড়বে। এই চিন্তাই তাকে তাড়িয়ে বেরাত। আগামীকে বার্তা দিতে ২৩ বছর আগে বাড়ি ছেড়েছেন হরিয়ানার বাগিচা সিং। পায়ে হেঁটে অতিক্রম করে ফেলেছেন ৫ লক্ষ ৮০ হাজার কিলোমিটার রাস্তা। যুব প্রজন্মের অনুপ্রেরণা হয়ে ওঠার লক্ষ্যে দেশভ্রমণ করছেন এই অশীতিপর বৃদ্ধ। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। ১৯৯২ সালের এক শীতের সকালে পানিপতের বাড়ি থেকে বেরিয়েছিলেন বাগিচা সিং। উদ্বিগ্ন মাকে বলেছিলেন, ভগত্‍‌ সিং দেশের জন্য নিজের জীবন ত্যাগ করেছেন। তারও একজন মা ছিল, আর তিনিও ছেলেকে ভালোবাসতেন। সেই তার জীবনের শুরু তারপর থেকে এখনও বাড়ি ফেরেননি ৮১ বছরের এই বৃদ্ধ। তার মত, কিছু নেষাজাতিয় দ্রব্য এবং বন্ধু-বান্ধবীদের প্রতি দূর্বলতা তিলে তিলে শেষ করে দিচ্ছে দেশের যুব সম্প্রদায়কে। বর্তমানে হায়দরাবাদে রয়েছেন বাগিচা সিং। রাত কাটান মন্দিরে। সেখানেই শান্তির খোঁজ পান তিনি। একবার বাগিচা সিং-কে দেখে অবাক হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলেন NCC নেভি শাখার চার ক্যাডেট। বাগিচার পিঠের ৯০ কেজি ব্যাগ দেখে তারা চমকে গিয়েছিলেন। সে প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই তাদের সেই ব্যাগ পিঠে তোলার চ্যালেঞ্জ ছুড়ে দেন এই বৃদ্ধ। ভারী সেই ব্যাগ তুলতে ব্যর্থ হন চারজনই। এরপর সেই ব্যাগ একটানে পিঠে নিয়ে নেন বাগিচা সিং। তখন তিনি তাদের বুঝিয়ে বলেন তার লক্ষ্য। নিজেকে তুলে ধরেন অনুপ্রেরণা হিসেবে। তবে, এই ব্যক্তিটির একমাত্র অ্যালার্জি রাজনীতিবিদরা। তিনি জানিয়েছেন, পায়ে হেঁটে দেশভ্রমণ করতে অনেক রাজনীতিকের সঙ্গে তার দেখা হয়েছে। তবে, দেশের জন্য কিছু করার ক্ষেত্রে তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন বাগিচা সিং। দেশের যুব সম্প্রদায়ের জন্য কিছু না করে, নেতা-মন্ত্রীরা শুধু বিদেশ সফর করতেই বেশি ব্যস্ত থাকেন বলে আক্ষেপ করেছেন তিনি। ১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে