বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৭:২৩:০৩

যে বিয়েতে সবাই যমজ!

যে বিয়েতে সবাই যমজ!

এক্সক্লুসিভ ডেস্ক : মজার বিয়ে, যেখানে সবাই যমজ। শিল্পী থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরাও। এমন বিয়ে কখনো কি দেখেছেন। না দেখলেও শুনন এবার সেই মজার বিয়ের ঘটনা। দুই বর আর দুই কনে। তাদের নামটাই আলাদা। বাকি সবই এক। শুধু তারা নয়, উপস্থিত সবাই যেন ডাবল। বর-কনে যেমন ডাবল তেমনি ফ্লাওয়ার গার্লরাও ডাবল। বাদ যায়নি অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীতকার এবং আমন্ত্রিত অতিথিরাও। এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে ভারতের এক প্রভাবশালী দৈনিকের অনলাইন সংস্করণে। সবাই এখানে ডাবল-ডাবল! ক্লোন নয়- মানুষই যমজ। কেরলের ইদুক্কিতে এমন বিয়েই হলো। বলিউডের কোনো ফিল্মের স্ক্রিপ্ট নয়, নিখাদ বাস্তব। যে বিয়েতে সবাই যমজ! এমনকী বেছে বেছে নিমন্ত্রণ করা হয়েছিল যমজ অতিথিদেরও। যারা গান গাইছিলেন তারাও যমজ। কনে হলো দুই যমজ বোন রিমা এবং রিনা। তাদের বিয়ে হলো যমজ ভাই দিলরাজ এবং দিলকেরের সঙ্গে। বুধবার ইদুক্কির সেন্ট জেভিয়ার্স চার্চে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে খাবার কিন্তু একবারই। বিয়ের ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যা দেখলে আনন্দও ডাবল। ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে