শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০২:৫৫:৪২

বাবা ৪ কোটি ৮০ লাখ ডলারের উপহার দিলেন মেয়েকে

বাবা ৪ কোটি ৮০ লাখ ডলারের উপহার দিলেন মেয়েকে

এক্সক্লুসিভ ডেস্ক : একটি হীরার দাম ৪৮ মিলিয়ন বা ৪ কোটি ৮০ লাখ ডলার। অবাক করা এ দামেই হীরাটি বিক্রি হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। আর হীরাটি কিনেছেন হংকংয়ের এক ধনকুবের তার সাত বছর বয়সী কন্যার জন্য। হীরাটি কোনো মামুলি হীরা না। পৃথিবীর দুর্লভ কয়েকটি হীরাগুলোর মধ্যে একটি। নীল রঙের এই পাথরটিকে বলা হয় ‘ম্যাজিক্যাল’ বা জাদুকরী হীরা। বালিশ-আকৃতির ১২ দশমিক শূন্য তিন ক্যারেটের এ হীরাসহ আরো কয়েকটি হীরা জেনেভার নিলাম সংস্থা সোথবি নিলামে তোলে। বুধবার এটির দাম ওঠে ৪৮ মিলিয়ন মার্কিন ডলার। হীরাটি একটি আঙটির ওপর বসানো। এটি ছিল হংকংয়ের এক ব্যবসায়ীর ব্যক্তিগত সংগ্রহের। কিনেও নিলেন হংকংয়ের আরেক ব্যবসায়ী। সোথবির প্রতিনিধি ডেভিড বেনেত্তি বলেছেন, ব্লুমুন ডায়মন্ড বা নীল চন্দ্রিমা এই হীরাটি জাদুকরী। এরকম সুন্দর হীরা আমি কখনো দেখেনি। আকৃতি, রঙ ও বিশুদ্ধতা- এ সবকিছু মিলিয়ে এটি একটি জাদুকরী পাথর। বুধবার হীরাটি নিলামে তোলার ৮ মিনিটের মধ্যে টেলিফোনে এক ব্যক্তি এর দাম বলেন ৪৮ মিলিয়ন ডলার। পরে জানা যায় তিনি হংকংয়ের ধনকুবের জোসেফ লাও। তার মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। হীরাটি খরিদ করার পর পরই এর নতুন নামকরণ করেন ‘দ্য ব্লু মুন অব জোসেফাইন’। এই হীরাটি পাওয়া যায় গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায়। স্ফটিক স্বচ্ছ এ হীরার মধ্যে বোরন নামে এক ধরনের রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে এটি থেকে নীল রং বিচ্ছুরিত হয়। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে রঙিন হীরার বাজার খুব চড়া। বিশেষ করে নীল ও গোলাপী হীরার প্রতি অনেকের আকর্ষণ রয়েছে। আর এই আকর্ষণে তারা ছুটে যাচ্ছেন জেনেভায়।- বিবিসি। ১৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে