শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০৭:৫৬:৩১

মেয়েদের স্কুল ফাঁকি দেয়ার দিন শেষ!

মেয়েদের স্কুল ফাঁকি দেয়ার দিন শেষ!

এক্সক্লুসিভ ডেস্ক : অভিভাবকের চোখে ধুলো দিয়ে মেয়েদের স্কুল ফাঁকি দেয়ার দিন শেষ! যদি স্কুল কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত ও কয়েকটি বিষয়ে নজরদারি করেন। এর মধ্যে রয়েছে স্কুলে ঢোকার সময় ফিঙ্গার প্রিন্ট। শিক্ষার্থীদের জন্য খবরটা একরকম হতাশার হলেও অভিভাবকের জন্য দারুণ ‘সুসংবাদই বটে! নতুন এক ডিজিটাল পদ্ধতিতে ঘর, অফিস অথবা কর্মক্ষেত্রে যেখানেই থাকুন না কেন প্রতিবার আপনার সন্তানের স্কুলে পৌঁছানো এবং ক্লাস শেষে স্কুল প্রাঙ্গণ ছাড়ার খবর পেয়ে যাবেন সাথে সাথেই । এ পদ্ধতির মধ্যদিয়ে সাথে সাথেই ওই শিক্ষার্থীর অভিভাবকের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবেই চলে যাবে একটি ক্ষুদে বার্তা (নোটিফিকেশন ম্যাসেজ)। পরীক্ষার ফলাফলসহ স্কুলের নানা বিষয় যারা বাবা ও মায়ের কাছে লুকিয়ে রাখতো, এ পদ্ধতির ফলে এখন থেকে তা আর পারবে না। ডিজিটাল পদ্ধতির সুবাদে স্কুলের পরীক্ষার ফলাফলসহ শিক্ষার্থীর যেকোনো একটিভিটির বার্তা অভিভাবকের কাছে চলে যাবে মোবাইলের ক্ষুদে বার্তার মাধ্যমেই । প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ নিলে টেনশন মুক্ত থাকে অভিভাবকরা। ১৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে