শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ১০:৪৩:৫৬

যেভাবে চেনা যাবে খাঁটি সোনা

 যেভাবে চেনা যাবে খাঁটি সোনা

এক্সক্লুসিভ ডেস্ক : নারীর সৌন্দর্য বৃদ্ধিতে স্বর্ণালঙ্কারের কোনো তুলনা নেই। বিয়েতে, জন্মদিনে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে নারীর গায়ে মানায় স্বর্ণালঙ্কার। স্বর্ণ ছাড়া যেন নারীর পূর্ণতা আসে না। কিন্তু খাঁটি স্বর্ণ না চেনার কারণে অনেকেই প্রতারিত হয়ে থাকেন। ২২ ক্যারেটের দাম দিয়ে পাচ্ছেন ১০ কিংবা ১৮ ক্যারেট! আসলে সাধারণের পক্ষে খাঁটি স্বর্ণ চেনা দায়। বিক্রেতার নানা কথায় ক্রেতা আর বাড়াবাড়ি করতে চায় না। প্রতারণার হাত থেকে বাঁচতে জেনে নিন খাঁটি স্বর্ণ চেনার উপায়- সোনা মাপা হয় ক্যারেট দিয়ে। কিন্তু কতটা খাঁটি কতটা খাদ বুঝবেন কী করে? সাধারণত খাঁটি সোনা নরম। নরম সোনা দিয়ে গহনা করা যায় না। এতে মেশাতে হয় সিলভার, তামা, দস্তা প্রভৃতি ধাতু। খাঁটি স্বর্ণ কিনতে হলে স্বর্ণের নমনীয়তা খেয়াল করুন- সাধারণত ২৪ ক্যারট স্বর্ণই হলো খাঁটি। ২৪ ক্যারট স্বর্ণ মানে ৯৯.৯ শতাংশ খাঁটি স্বর্ণ। দোকানে সাধারণত ২২ ক্যারট স্বর্ণ দিয়েই অলঙ্কার তৈরি হয়। কেনার আগে আপনি সেদিকটা খতিয়ে দেখে নেবেন, যাতে ২২ ক্যারট স্বর্ণ দেয়া হয়। ২২ ক্যারট স্বর্ণ মানে ৯১.৬ শতাংশ খাঁটি স্বর্ণ। বড় বড় স্বর্ণালঙ্কারের দোকানগুলোতে খাদ মাপার মেশিন চলে এসেছে। স্পেকট্রোমিটার নামের ওই মেশিনে স্বর্ণে খাদ থাকলে সহজেই ধরা পড়ে যাবে। মেশিনই বলে দেবে কত ক্যারেটের স্বর্ণ আপনাকে দেয়া হয়েছে। BIS চিহ্ন দেখে স্বর্ণ কিনুন। স্বর্ণ কেনার আগে হলমার্ক দেখেই মানুষ কেনে। খাঁটি স্বর্ণ চেনার এটাই নিয়ম। BIS চিহ্ন দেখে স্বর্ণ কিনলে আপনি নিশ্চিত থাকবেন যে, আপনার স্বর্ণ সত্যিই খাঁটি। আপনি ফ্লুরোসেন্স মেশিনে এক্স-রে করিয়েও নিতে পারেন। অবশ্য এ পদ্ধতিতে স্বর্ণ যাচাই করাটাও কঠিন। সচরাচর এমন সুযোগ আপনি নাও পেতে পারেন। তবে চেষ্টা করে দেখতে পারেন। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে