ফ্রান্সে জঙ্গি হামলায় প্রাণ বাঁচালো মোবাইল ফোন
এক্সক্লুসিভ ডেস্ক : বিপদেও কাজে এলো নিজের মোবাইল ফোন। শুধু অ্যাপ নয় গুলি থেকে জীবন বাঁচালো তার মোবাইল ফোন। মোবাইল ফোনের বিজ্ঞাপনেই দেখা যায় এই ছবি। কিন্তু বাস্তবেও ঘটল এমন একটি ঘটনা। প্যারিসে জঙ্গি হামলার সময় এক ব্যক্তির প্রাণ বাঁচাল তার স্মার্ট ফোন।
গতকাল রাতে ফ্রান্স-জার্মানির ফুটবল খেলা চলার সময় স্টেড ডে ফ্রান্স স্টেডিয়ামের গেটে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর কাছাকাছি একটি কনসার্ট হলে মানুষদের পণবন্দী করে রাখে জঙ্গিরা। রাত ৯টা নাগাদ পণবন্দী করে রাখে জঙ্গিরা।
সেই সময় ওই কনসার্ট হলের মধ্যে ছিলেন এই ব্যক্তি। যার নাম সিলভারস্টাইন। হলের মধ্যে তাদের আটকে রেখে গুলি চালাতে থাকে জঙ্গিরা। যার জেরে নিহত হন অনেক মানুষ। মধ্যরাতে পুলিস এই হলের মধ্যে ঢুকে একে একে নিরাপদভাবে বের করে আনে পণবন্দীদের। পুলিসের সঙ্গে গুলির লড়াইতে মারা যায় ৩ জন জঙ্গি।
জঙ্গিরা গুলি চালানোর সময় এই ব্যক্তি নিজের ফোনটিকে মাথার ওপর তুলে ধরেন। তারপরে ফোনের স্ক্রিন ভেঙে গেলেও বেঁচে যায় তার মাথা। তার ফোন কেবলমাত্র নামেই স্মার্ট নয়। সে কাজের দিক থেকেও যথেষ্ট স্মার্ট।
১৫ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস