রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০২:৫১:১৭

প্রচলিত কয়েকটি কুসংস্কার

প্রচলিত কয়েকটি কুসংস্কার

এক্সক্লুসিভ ডেস্ক: কালো বিড়ালকে এড়িয়ে চলা, তেরো সংখ্যাটিকে দূর্ভাগ্যময় আর সাতকে সৌভাগ্যের প্রতীক বলে মানা, আঙ্গুলে ক্রস আঁকা- দৈনন্দিন জীবনে এমন হাজারটা কুসংস্কার মেনে চলে মানুষ। হয়তো তার ভেতরে কিছু কিছু মানেন স্বয়ং আপনিও! কিন্তু কুসংস্কারগুলোকে জানলেও এদের পেছনের গল্পগুলোকে কি জানেন? কেন এই কুসংস্কারের জন্ম হল? আর কি করেই বা এতটা প্রচলিত হল সেগুলো? আসুন জেনে নিই প্রাত্যাহিক জীবনের সচরাচর ব্যবহৃত কিছু কুসংস্কার আর তাদের উৎস নিয়ে। ১. কালো বিড়াল অপয়া সূত্রপাতটা হয় প্রচীন মিশরে। সেখানে বিড়ালের প্রতি একটা আলাদা টান ছিল সবার। বিশেষ করে কালো বিড়ালকে প্রচন্ড নিরাপত্তা দেওয়া হত মিশরে। তবে মনে করা হয়, মধ্যযুগে কালো বিড়ালের সাথে ডাইনীদের বেশ সখ্য লক্ষ্য করে তখনকার মানুষ আর একে অভিহিত করে শয়তানী শক্তি হিসেবে (সাইকিক লাইব্রেরী)। সেই শুরু! অনেকে এখনো অব্দি কালো বিড়াল রাস্তার সামনে দিয়ে হেঁটে গেলে মৃত্যু বা খারাপ ভাগ্যের আশঙ্কা করেন। আবার অনেকে কালো বিড়ালের কাছে আসাকে সৌভাগ্য আর দূরে যাওয়াকে দূর্ভাগ্য বলে ভাবেন। ২.অপয়া সংখ্যা ১৩ এত এত সংখ্যা রয়েছে পৃথিবীতে, তাদের কোনটার সাথে কিছু হলোনা। তাহলে একা ১৩ কি এমন দোষ করল যে সকলে কথায় কথায় আনলাকি থার্টিন বলে আঁতকে ওঠে?? আছে! এর পেছনেও রয়েছে কারণ। যদিও মিশরীয় কিংবা চীনাদের কাছে ১৩ সংখ্যাটি প্রচন্ড সৌভাগ্যময়, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ধারনা অনুসারে যিশু খ্রিষ্টের সাথে বিশ্বাসঘাতক জুডাস লাস্ট সাপারের সময় খ্রিষ্টের পাশের ১৩ নং আসনটিতে বসেছিলেন (এক্সপ্রেস)। আর সেই থেকে ১৩ শব্দটা পাশ্চাত্যের সবার কাছে এবং ক্রমে ক্রমে বিশ্বের আরো অন্যসব দেশের কাছেও হয়ে উঠেছে দূর্ভাগ্যে প্রতীক। ৩. ভাঙা আয়না সাত বছরের দূর্ভাগ্য এনে দেয় ইতিহাসবিদ মিল্টন গোল্ডস্মিথ তার “ সাইনস, ওমেনস এন্ড সুপারস্টিশন “ বইটিতে লেখেন যে- প্রচীন গ্রীসে আয়নাকে ব্যবহার করা হত জাদুবিদ্যার অংশ হিসেবে। সেসময় আয়নাকে পানির ভেতরে ডুবিয়ে রাকার পর তাতে মুখ দেখলে কারো মুখ যদি ঝাপসা দেখাতো তাহলে মনে করা হত যে সে আর বাঁচবে না। আর যদি পরিষ্কার দেখা যেত তাহলে মনে করা হত সে দীর্ঘজীবী হবে (লাইভসায়েন্স )। অনেকদিন পর রোমানরা এ কুসংস্কারে আরেকটি মাত্রা যোগ করে সাত বছরের দূর্ভাগ্যের একটা চক্রের কথা বর্ণনা করে। আর সেই থেকে চলে আসছে ভাঙা আয়না আর টানা কয়েক বছরের দূর্ভাগ্যের বিশ্বাস। ১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে