রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ১০:৩৮:১৪

পৃথিবীর সবচে’ দামি হীরা, দাম কত?

পৃথিবীর সবচে’ দামি হীরা, দাম কত?

এক্সক্লুসিভ ডেস্ক : অবশেষে বিক্রি হলো পৃথিবীর সবচে’ দামি হীরাটি। হীরাটির দাম শুনলে ভ্রু কুচকে যাবে। হীরাটির দাম রাখা হয়েছে ২ হাজার ৯৪০ কোটি টাকা। হীরাটির নাম ‘দ্য ব্লু মুন ডায়মন্ড’। এটি ১২.০৩ ক্যারেটের হীরা। হীরে বিশেষজ্ঞ ডেভিড বেনেট বলেছেন, প্রতি ক্যারেট অনুযায়ী এটাই পৃথিবীর সবচে’ দামি হীর। হীরাটির নিলাম হলো জেনেভায়। হীরাটি কেনার পর মালিক হীরাটির নতুন নাম দিয়েছেন। হীরাটি কিনেছেন হংকংয়ের বাসিন্দা যোশেফ লাউ। তার সাত বছরের মেয়ে ব্লু মুন অফ যোশেফিনের জন্যই এটি কিনেছেন। যোশেফ লাউ এরকম হীরা মাঝেমধ্যেই নাকি কেনেন। শুধু তাই নয় তিনি মূল্যবান ওয়াইনও নিজের সংরক্ষণে রাখেন। ফোর্বসের বিচারে তিনি বিশ্বের ১৪ নম্বর ধনী। তথ্যসূত্র : জিনিউজ ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে