মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০২:০৮:৫২

মার্কিন মুলুকে এ কোন অতিথি!

মার্কিন মুলুকে এ কোন অতিথি!

এক্সক্লুসিভ ডেস্ক : সকালের অফিস সময় ব্যস্ত রাস্তা-ঘাট। সকলেই দ্রুত ছুটছেন গন্তব্যস্থলের দিকে। চারিদিকে গাড়ির হর্নের আওয়াজে কান পাতা দায়। কিন্তু রাস্তায় গাড়ি নট নড়ন চড়ন। মুহূর্তে সকলেই অবাক। ঘটনাস্থল রবিবারের সকাল মার্কিন মুলুকের ফিলাডেলফিয়া। কেন হঠাৎ] থমকে দাঁড়িয়ে গাড়ির সারি? ফিলাডেলফিয়ার রাস্তায় এসে হঠাৎই হাজির হয় দু’টি জেব্রা। জেব্রা দু’টি স্থানীয় একটি সার্কাসের তাঁবু থেকে পালিয়ে যায়। পালিয়ে রাস্তায় গিয়ে হাজির হয় নতুন অতিথিরা। ঘণ্টাখানেক এদিক ওদিক মনের আনন্দে ঘুরে বেড়ায় তারা। তাদের আনন্দে বাধা হয়ে দাঁড়াননি ফিলাডেলফিয়ার বাসিন্দারাও। জেব্রা দু’টির যাতে কোনও অসুবিধা না হয় তাই গাড়িও চালাননি কেউ। থমকে থাকে ট্রাফিক। ‌ঘণ্টা খানেক পর পুলিশ এসে উদ্ধার করে প্রাণী দু’টিকে। জেব্রা দু’টি অক্ষত আছে বলে টুইটারে জানিয়েছে ফিলাডেলফিয়ার পুলিশ। ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে