ভারত সাগরে পতিত হল রহস্যজনক সেই বস্তুটি
এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীর কক্ষপথে মহাকাশে অনেক দিন ধরে একটি রহস্যময় বস্তু ভাসছিল। বিজ্ঞানীরা এর নাম দিয়েছিল ডব্লিউটি১১৯০এফ । তবে বস্তুটি শুক্রবার ভারত মহাসাগরে রহস্যজনকভাবে পতিত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে ।
মহাকাশে ভেসে বেড়ানো আজব এ বস্তুটি দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করছিলেন গবেষকরা। তবে এটি কোথা থেকে এসেছে তা নিয়ে এখনো স্পষ্ট নন বিজ্ঞানীরা।
এ বিষয়ে ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) মুখপাত্র ড্যানিয়েল স্কুকা বলেন, ‘প্রতীয়মান হচ্ছে যে, এটি পূর্বধারণা মতো আবার পৃথিবীতে প্রবেশ করেছে।’
এছাড়া, গবেষকরা আগে জানিয়েছিলেন, বস্তুটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর ১:২০ মিনিটে ভারত মহাসাগরে পতিত হবে। এটি শ্রীলংকা থেকে ৬২ মাইল দূরে পড়বে।
গবেষকরা বিষয়টির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। পরবর্তীতে এটি কোন স্থানে পড়েছে তা বিমানের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।
বস্তুটি কিভাবে মহাকাশে এল এ নিয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। তবে অনেকেই ধারণা করছেন এটি হতে পারে একটি নিক্ষিপ্ত রকেট, চাঁদে যাওয়া কোনো রকেটের অংশবিশেষ কিংবা অ্যাপোলো মিশনের কোনো ধ্বংসাবশেষ।
ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তুলে ধরা হয়েছে সে বস্তুটি পতিত হওয়ার বিভিন্ন দৃশ্য এবং তা পর্যবেক্ষণকারী গবেষকদের কর্মতৎপরতা।
১৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ