বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৮:৫৪:১৮

মাজার বেল্টে হবে মোবাইল চার্জ!

  মাজার বেল্টে হবে মোবাইল চার্জ!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রযুক্তি দুনিয়ায় সবকিছুই এখন নাগালের মধ্যে। মাজার বেল্টে হবে এবার মোবাইল চার্জ। বিশ্বাস হলেও ঘটনা সত্য। বাজারে এবার আসছে চার্জার বেল্ট! নিম্ন শ্রেণী হতে উচ্চ শ্রেণী সবাই এখন মোবাইল ব্যবহার করেন। মানুষ এখন মোবাইলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তবে মাঝে-মধ্যেই মোবাইল বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যদি না থাকে মোবাইলে চার্জ। চার্জ ফুরিয়ে গেলে এ অনাকাঙিক্ষত সমস্যা হতে নিষ্কৃতি পেতে এবার বাজারে আসছে মোবাইল চার্জার বেল্ট। আবিষ্কৃত বেল্টটি একইসঙ্গে যেমন কোমরে ব্যবহার করা যাবে, ঠিক তেমনি মোবাইল চার্জার হিসেবে ব্যবহৃত হবে। একটি বেল্টে ৩ হাজার এমএএইচ শক্তি (চার্জ) সংরক্ষিত থাকবে, যা একটি স্মার্টফোনের ব্যাটারির চার্জের চেয়েও বেশি। স্টিলের আবরণে বেল্টটিকে এমনভাবে ডেভেলপ করা হয়েছে, এটি ব্যবহার করার পরও চার্জারের কোনো ক্ষতি হবে না। আবার ব্যাটারি ও বেল্টের মাঝখানে স্টিলের দুটি স্তর থাকবে। যার ফলে চাপ দিয়ে বেল্টটি পরতে কোনো রকম সমস্যা হবে না। বেল্টটি পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে। আগামী বছরের জুনে বেল্টটি বাজারে আসবে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। ১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে