বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৫:৪৩:১৫

১১৯ ফুট লম্বা সাইকেল তৈরি করে বিশ্ব রেকর্ড

১১৯ ফুট লম্বা সাইকেল তৈরি করে বিশ্ব রেকর্ড

এক্সক্লুসিভ ডেস্ক: একদল ডাচ সাইক্লিস্ট পৃথিবীর সবচে লম্বা সাইকেল তৈরি করে বিশ্ব রেকর্ড করেছে। ইতোমধ্যে তারা গিনিস বুকের সনদও পেয়েছে। এই সাইকেলটি লম্বায় ১১৯ ফুট ৫ ইঞ্চি। যেটা নিউ ইয়র্ক সিটির একটি ব্লকের অর্ধেকের সমান। ২০ টি ব্লক ১ মাইলের সমান। ম্যাশবল ডটকম জানিয়েছে, মিজিল ভ্যান মেয়ারস ইউরকপ্লেওয়েজ নামের একটি সংগঠনের সদস্যরা দু’চাকার লম্বা এই সাইকেলটি তৈরি করে। এজন্য তারা গিনিস ওয়াল্ড রেকর্ড এর সনদ পেয়েছে। এর আগে এই সাইক্লিস্ট দল ২০১১ সালে লম্বা সাইকেল তৈরি করি গিনিস বুকের সনদ পেয়েছিল। এবার তারা তাদের আগের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লো। লম্বা এই সাইকেলটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। অ্যালুমিনিয়াম টুকরো জোড়া দিয়ে সাইকেলটি বানানো। সাইকেলের সামনে ও পেছনের উভয় পাশে দুইটি চাকা আছে। এটিতে ২ জন আরোহী চড়তে পারে। সামনের আরোহী হাতলের মাধ্যমে সাইকেলের ভারসাম্য এবং গতি নিয়ন্ত্রণ করতে পারেন। অন্যদিকে পেছনের আরোহী পা দিয়ে প্যাডেল ঘুরিয়ে সাইকেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যান। অন্যসব সাইকেলের মত এটিতে ভারসাম্য রাখতে হয় না। কেননা, চাকার পুরুত্ব এতই বেশি যে এটি নিজে নিজেই দাঁড়িয়ে থাকতে পারে। ডাচ এই সাইক্লিস্ট দলের প্রধান ফ্র্যাঙ্ক পেল্ট বলেন, ‘ এই সাইকেলটি চালানো খুব সহজ। কিন্তু এটা নিয়ে বাঁক ঘোরা খুব মুশকিল।’ ১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে