বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৭:০০:৫৩

ঘরে বসেই তৈরি করুন সুস্বাদু চিকেন ফ্রাই

ঘরে বসেই তৈরি করুন সুস্বাদু চিকেন ফ্রাই

এক্সক্লুসিভ ডেস্ক: চিকেন ফ্রাই কার না খেতে ভালো লাগে। তবে বরাবরই একটা অভিযোগ রয়েছে যে, বাড়িতে তৈরি চিকেন ফ্রাই রেস্টুরেন্টের মতো সুস্বাদু হয় না। তাই এখনই জেনে নিন, সুস্বাদু চিকেন ফ্রাই তৈরির ঘরোয়া রেসিপি। হিম হিম শীতের বিকেলে দারুণ জমবে এই খাবারটি। চলুন, জেনে নিই অসাধারণ এই খবারটির ঘরোয়া রেসিপি। উপকরণ: মুরগি - ১টি (৪ টুকরো করে কাটা), হলুদ- ১/২ চা চামচ, মরিচ গুঁড়ো- ১ চা চামচ, লবণ- ১/২ চা চামচ (পরিমাণমত), ময়দা- ২ টেবিল চামচ, ফুড কালার (রেড অরেঞ্জ)- খুব সামান্য, এক চিমটি থেকেও কম, লেবুর রস - ২ টেবিল চামচ, তেল-ভাজা করার জন্য, প্রণালি: -মুরগি ৪ টুকরা কেটে পরিষ্কার করে নিন। -ছুরি দিয়ে একটু কেটে দিন বা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিন যেন রক্ত বের হয়ে যায়। -একটি পাত্রে চিকেন, হলুদ, মরিচ, লবণ লেবুর রস মিক্স করুন প্রথমে। -ফুড কালার একটু পানিতে মিক্স করে তারপর চিকেনে মিক্স করুন। -শেষে ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিন, একটু পানি লাগলে দিতে পারেন। -১০ /২০ মিনিট এর জন্য ফ্রিজে রেখে দিন। -ডুবো তেলে ভাজা করুন মাঝারি আঁচে। -রঙ বেশী হলে পরে চিকেন লাল হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরে রান্না হবে না। তাই রঙ দেবেন একেবারেই সামান্য। ১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে