বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৯:২৩:০৯

‘উনি আমার সঙ্গে একদিন কথা না বললে পাগল হয়ে যাই’

‘উনি আমার সঙ্গে একদিন কথা না বললে পাগল হয়ে যাই’

এক্সক্লুসিভ ডেস্ক : ১৮ বছরের সুখী বিবাহিত জীবন। আচমকা ফেসবুকে আলাপ হওয়া অচেনা প্রেমিকের জন্য আকুল গৃহবধূ। অথচ স্বামীকেও হারাতে চান না তিনি। কীভাবে মোকাবেলা করবেন এ সমস্যার? জীবনের নানা জটিল সমস্যার সমাধান খুঁজতে চিঠি লেখেন পাঠকরা। উত্তর দিয়ে সাহায্য করেন বিশেষজ্ঞরা। এবারের চিঠিতে এমনই এক দুরূহ প্রশ্ন তুলে ধরেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহবধূ। প্রশ্ন : আমি একজন গৃহবধূ। বয়স ৩৮ বছর। কোনো সন্তান নেই। বছরখানেক আগে ফেসবুকের মাধ্যমে একজনের সঙ্গে আলাপ হয়। ইদানীং মনে হচ্ছে, আমি ওঁর প্রেমে পড়েছি। আমাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। স্বামী খুব যত্নবান, সব সময় আমার খেয়াল রাখেন। প্রায় এক বছর আগে ফেসবুকে যে ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়, তিনি একেবারেই অন্য রকম, যা স্বামীর মধ্যে কখনো অনুভব করিনি। উনি আমার সঙ্গে একদিন কথা না বললে যেন পাগল হয়ে যাই। তিন মাস আগে মাত্র একবার প্রেমিককে পেয়েছিলাম। কিন্তু সেই জাদুস্পর্শ যেন চোখ বুজে এখনো অনুভব করতে পারি। গত ১৮ বছরের বিবাহিত জীবনে এমন অভিজ্ঞতা কখনো হয়নি। অত্যন্ত গোঁড়া পরিবারে আমার জন্ম, বেড়ে ওঠা। বিয়ের আগে কোনো পুরুষ বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ হইনি, বাড়ির লোক ছাড়া কারো সঙ্গে ঘুরতে যাইনি। ফেসবুকের চ্যাট হিস্ট্রি ঘুরে-ফিরে প্রায় রোজই পড়ি। বুঝতে পারছি, তিনি আমার ব্যক্তিত্বের সম্পূর্ণ এক অচেনা দিক বিকশিত করেছেন। কিন্তু একই সঙ্গে আমার স্বামীকেও আঘাত করতে চাই না। পরিবারের ছন্দও নষ্ট করতে রাজি নই। আবার প্রেমিকের প্রতি নিজের আবেগও রুখতে পারছি না। আমি পুরোপুরি বিভ্রান্ত। দয়া করে সাহায্য করুন। উত্তর দিয়েছেন ডক্টর সীমা হিঙ্গোরানি। বলেন, আপনার মন ভেঙে দিতে চাই না, কিন্তু জেনে রাখুন, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস'। পেশাদারি জীবনে অধিকাংশ সময় এমনই সমস্যার সমাধান আমায় খুঁজে দিতে হয়। সোশ্যাল মিডিয়ায় অচেনা পুরুষ অথবা নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার উদাহরণ হামেশা নজরে আসে। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মন্তব্য, অনুভূতির বহিঃপ্রকাশ বা ছবির সঙ্গে বাস্তবের কয়েক যোজন ফারাক। এ কারণে সেখানে পুরুষ অথবা নারীকে অনেক বেশি মোহময়, সুন্দর, আকর্ষক ও সংবেদনশীল মনে হওয়া স্বাভাবিক। তাদের সেই ভাবমূর্তির সঙ্গে আমাদের কল্পনার প্রেমিক অথবা প্রেমিকার বহু মিল খুঁজে পাই। কিন্তু ফেসবুকে পরিচয় হওয়া পুরুষটির ওপর আপনার ক্রমে বেড়ে চলা নির্ভরতা নিয়ে আমি উদ্বিগ্ন। আমার পরামর্শ, নিজের বিবাহিত জীবনের প্রতি মনোযোগী হন। স্বামীর সঙ্গে সম্পর্ক আরো মজবুত করে তুলুন। অচেনা পুরুষটির প্রতি আকর্ষণ বোধ করার পেছনে ছোটবেলায় বহিরজগতের সঙ্গে পর্যাপ্ত সম্পর্ক তৈরি না হওয়াই দায়ী। এছাড়া রোজকার জীবনের একঘেয়েমি তো রয়েছেই। সুখী এবং সুস্থ জীবনের জন্য বিবাহ-বহির্ভূত প্রেমের হাতছানি এড়িয়ে চলুন। # উত্তরদাতা : ডক্টর সীমা হিঙ্গোরানি পেশায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও লেখক সূত্র : টাইমস অফ ইন্ডিয়া ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে