শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০২:৩৯:৩৮

সাত মাস বয়সেই গান গায় শিশুটি!

সাত মাস বয়সেই গান গায় শিশুটি!

এক্সক্লুসিভ ডেস্ক : দুর্দান্ত মেধাবী এক শিশু, বয়স তার ১৯ মাস কিন্তু শিশুটি বিভিন্ন ধরনের শব্দ পড়তে পারে অনর্গল। গান শুরু তার সাত মাস বয়সেই। অথচ ৫-৬ বছরের আগে বেশির ভাগ শিশুই পড়তে পারে না। শিশুটির এমন অবাক করা কাণ্ড দেখে হতবাক সবাই। ইন্টারনেটে শিশুটির যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায়, সে কার্ড পড়ছে এবং তার সামনে যেসব শব্দ হাজির করা হচ্ছে তার বেশির ভাগই উচ্চারণ করতে পারছে। জানা গেছে, শিশুটি প্রায় ৩০০ শব্দ জানে এবং ৫০ পর্যন্ত গণনা করতে পারে অনায়াসেই। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লোটের বাসিন্দা শিশুটি। শিশুটির গর্বিত মা লাটোয়া হোয়াইটসাইড জানান, তার সন্তানটি সাত মাস বয়সেই গান গায় এবং বিভিন্ন শব্দ বুঝতে পারে। ভিডিওতে দেখা যায়, শিশুটি are, was, to, like, made, her, over, an, many, head, leg ইত্যাদি শব্দ পড়তে পারে। সূত্র : ডেইলি টেলিগ্রাফ ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে