শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ০৪:৩৪:৫৩

খোঁজ মিললো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডায়মন্ডের

খোঁজ মিললো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডায়মন্ডের

এক্সক্লুসিভ ডেস্ক: কানাডার একটি ডায়মন্ড কোম্পানি দাবি করেছে যে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডায়মন্ডের সন্ধান পেয়েছে। লুকারা ডায়মন্ড কর্পোরেশন নামে ওই কোম্পানির দাবি, তাদের পাওয়া এই মূল্যবান পাথরটি ১১১১ ক্যারেটের। আফ্রিকার বতসোয়ানাতে এটি পাওয়া গেছে। ডায়মন্ডটি দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৬৫, ৫৬ এবং ৪০ মিলিমিটার। দেশটির কারাউয়ি খনিতে এটির সন্ধ্যান পাওয়া যায়। বিশ্বে এর চেয়ে বড় আকারের ডায়মন্ড মাত্র একটি পাওয়া গিয়েছিল। দক্ষিণ আফ্রিকাতে ১৯০৫ সালে পৃথিবীর ইতিহাসের বৃহত্তম ডায়মন্ডটি পাওয়া গিয়েছিল। এটি ছিল ৩ হাজার ১০৬ ক্যারেটের। গত ১ শতাব্দীর মধ্যে ১ হাজার ক্যারেটের বেশি ডায়মন্ড অার একটিও পাওয়া যায়নি।-দ্য ওয়াল স্ট্রিট জার্নালের ২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে