শনিবার, ২১ নভেম্বর, ২০১৫, ০১:৪০:২৬

বিশ্বের সবথেকে সুন্দর ও ভয়ঙ্কর বাড়ি!

বিশ্বের সবথেকে সুন্দর ও ভয়ঙ্কর বাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : এমন বাড়িই তো চান সবাই নিজের কল্পনায়। আপনার জীবনের একান্ত আপন বাড়িটি ঠিক কতটা সুন্দর জানা নেই। তবে, সুন্দর বাড়ি একটা আছে। যতটাই সুন্দর, ততটাই ভয়ের। ও বাড়িতে থাকতে গেলে কলজেটা একটু বড়ই হতে হবে। না হলে, মাঝরাতে বা সকাল সকাল আপনি ভেসে যেতে পারেন মাঝ সাগরে। এই বাড়িতে খুব কম মানুষই থেকেছেন। এই বাড়িটা রয়েছে জার্মান দ্বীপ হালিং হাবেলে। যখন জোয়ার আসে, তখন চারপাশ ভেসে যায় জলে। ভাবছেন, কতটুকু বড় দ্বীপটা? খুবই ছোট। লম্বায় মাত্র ৬৫৫ মিটার এবং চওড়ায় মাত্র ১০০ মিটার। একটুখানি এদিক ওদিক হলেই সলিল সমাধি হতে সময় লাগবে না। আর যখন ঝড় ওঠে? বুক দুরু-দুরু করে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর উপায় কী! এখন এই বাড়িটায় রয়েছে এক দম্পতি। দুজনের নাম হেলেন আর বার্নাড। ২১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে