রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৭:৪৭:১৮

স্বপ্নের মতো, কিন্তু বাস্তব

স্বপ্নের মতো, কিন্তু বাস্তব

এক্সক্লুসিভ ডেস্ক : স্বপ্নের মতো, কিন্তু বাস্তব। একবার দেখলে বারবার যেতে উচ্ছে করবে। লেক ব্লেড— আল্পস ও পাহাড় ঘেরা স্লোভানিয়ার ছোট্ট শহর ব্লেড। শহরের প্রধান আকর্ষণ লেক ব্লেড বা ব্লেড হ্রদ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটক মহলে খুবই খাতি রয়েছে হ্রদটির। লম্বায় আয়তন প্রায় সাত হাজার ফুট। সাড়ে চার হাজার ফুট চওড়া এবং ৯৭ ফুট গভীর হ্রদটি। চারবার বিশ্ব রোয়িং চ্যাম্পিয়নশিপের আসর বসেছে লেক ব্লেডে। চার পাশে ব্লেড দ্বীপকে ঘিরে রয়েছে হ্রদটি। দ্বীপটিতে আছে ১৭ শতকে গথিক স্টাইলে নির্মিত একটি চার্চ। ঘোর লাগে জায়গাগুলো অদৌ বাস্তব কীনা। জায়গাগুলোর কুঠুরিতে রয়েছে স্বপ্নলোকের চাবি। এ পৃথিবীতেরই নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে এমনই কিছু ছবির মতো জায়গা, যা দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে। ছবি : এএফপি ২২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে