বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৬:৪১:৫০

হেঁটে হেঁটে পার হলেন টেমস নদী

হেঁটে হেঁটে পার হলেন টেমস নদী

এক্সক্লুসিভ ডেস্ক : বার্মিংহাম 'আমি আসছি, সঙ্গে থাকছে ম্যাজিক'। বিশ্বের তাবড় তাবড় খিলাড়িদের একটা তালিকা যারা আসবে তার প্রথম দশে যিনি থাকবেন তিনি অবশ্যই ডিনামো। নামটা অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। ইনি হলেন 'ম্যাজিশিয়ান ইমপসিবল' ডিনামো। এবার ডিসেম্বরে ডিনামো ম্যাজিকে মন মাতাবে বার্মিংহাম। ডিসেম্বর ৯ থেকে ১৩, বার্মিংহামে যখন তখন, যেখানে সেখানে অদ্ভুদ কাণ্ড করবেন ডিনামো। এর আগে লন্ডন তার ক্যারিশ্মা দেখেছে। অভাবনীয়। অকল্পনীয়। চমকপ্রদ। আশ্চর্যক। বিশেষণের পর আরও একশো বিশেষণ ব্যবহার করলেও ডিনামোকে ব্যাখ্যা করা কার্যত অসম্ভব। কখনও হাওয়ায় উড়ছেন, কখনও ভাসছেন আকাশে, আবার তাসের খেলায় মন মাতাচ্ছেন পথযাত্রীদের। যা দেখে সবার মুখ 'হাঁ'। কিন্তু এটা কী করে দেখালেন? ১৪৭ মাইল বয়ে আসা ৩৪২ ফুট গভীর টেমস নদীর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন ডিনামো। একঝলক না দেখলে বিশ্বাস করাটাও অসম্ভব। রোমহর্ষক এই ম্যাজিকের নায়ক 'ম্যাজিশিয়ান ইমপসিবল' ডিনামো। সবাই যা করেন তা তিনি করেন না, আর যা তিনি করে দেখান বাকিরা শুধুই 'হাঁ' করেই দেখেন। ২৫, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে