বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৬:৩২:২৫

সেলফিপ্রেমীদের এ কি কাণ্ড!

সেলফিপ্রেমীদের এ কি কাণ্ড!

এক্সক্লুসিভ ডেস্ক : সেলফির জন্য মানুষ কিনা করে! প্রাণের মায়া তুচ্ছ করে পাহাড় চূড়ায় আহরণ কিংবা উত্তাল সাগরে ঝাঁপ আবার বন্দুকের নল কপালে ডেকদিতেও দ্বিধা করেন না অনেকে। যত দিন যাচ্ছে বিশ্বে ততই যেন সেলফিপ্রেমীদের সংখ্যা বেড়েই চলেছে। সম্প্রতি এমনই দুই বেপরোয়া সেলফি প্রেমিকের খোঁজ পাওয়া গেছে তুরস্কে। এখন যা চল শুরু হয়েছে, কেউ যদি ঠিকঠাক সময় সুযোগ আর সাথে জায়গা পায় তবে টুক করে সেলফি তোলার সুযোগ কেউ হাত ছাড়া করতে চায়না। কিন্তু ১১৫০ ফুট উঁচুতে উঠে সেলফি তোলা? এরকম কথা ভাবা যায়! ঠিক এমনটাই একটি ঘটনা ঘটেছে তুরস্কে। গোটা দেশের অবস্থা যখন টালমাটাল ঠিক সেই সময় পাভেল স্মিরনভ এবং অজকান ইপার নামে ইস্তানবুলের দুই যুবক ১১৫০ ফুট উচু সেতুর ওপরে উঠে সেলফি তুলতে ব্যাস্ত। স্থানিয় সংবাদ মাধ্যম সুত্রে জানা গিয়েছে এই দুই যুবক ইস্তানবুলের সেলফি তোলার জন্য বোসফোরাস প্রণালীর উপর থাকা সেতুর চূড়ায় চড়ে বসে, যার উচ্চতা ১১৫০ ফুট। এখান থেকে গোটা শহরটিকে বেশ ভালভাবে দেখা যায় যার জন্যে এই কাণ্ড ঘটিয়েছে জানায় এই দুই সেলফি প্রেমী। এ বিষয়ে স্মিরনভ বলেছেন,‘আমি অনেক উঁচুতে উঠেছিলাম। সেখানে চড়ার পর নিজেকে পুরোপুরি স্বাধীন মনে হয়েছে। এ নিয়ে আমি ভীষণ গর্বিত।’ আরেক বন্ধু ইম্পেয়ার বলেন, ‘যখন সেতুর উপর উঠেছিলাম তখন অন্যদের চাইতে আলাদা মনে হয়েছিল নিজেদের। যেন সব সীমাবদ্ধতার ওপরে চলে গিয়েছিলাম।’ যদিও এই ঘটনার পর পর পুলিশ এই দুই বন্ধুকে গ্রেফতার করেছে এবং জানিয়েছে বিপজ্জনক সীমা অতিক্রম করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা দু’জনে বেশ নিরাপদ ভাবে সেলফি তুলে নেমে এসেছিলো বলে জানা গিয়েছে। সূত্র : কলকাতা ২৪। ২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে