অদ্ভুত ৫ তথ্য, শুনলে আক্কেল গুড়ুম!
এক্সক্লুসিভ ডেস্ক : সৃষ্টি বড়ই অদ্ভূত। আর এমন অদ্ভুত ৫ তথ্য শুনলে আক্কেল গুড়ুম! পৃথিবীজুড়ে এমন অনেক কিছুই রয়েছে, যেগুলো সম্পর্কে ন্যূনতম কোনো ধারণাই নেই আমাদের।
তবে বেশি দূরে যেতে হবে না। ঘর হতে শুধু দুই পা ফেললেই যে কত সৃষ্টি, কত ঘটনা এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা-ই অনেক সময় আমাদের গোচরে আসে না। এ ধরনের অজানা-অচেনার খোঁজে কিছু তথ্য, যা শুনে তাজ্জব হতে হয়।
১) আত্মহত্যার ঘটনার পরিসংখ্যান বলছে, নিজেকে শেষ করে দেয়ার ক্ষেত্রে বেশিরভাগ সময় সপ্তাহের প্রথম দিনটিকেই বেছে নেন আত্মঘাতীরা। সেজন্য বিশ্বজুড়ে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে, তা ঘটেছে সোমবার।
২) জানেন কি, একটি জাম্বো জেট বা বড় আকারের বিমানের ভর্তি ট্যাঙ্কে যে পরিমাণ জ্বালানি ধরে তা দিয়ে একটি গাড়ি চারবার গোটা পৃথিবী ঘুরে ফেলতে পারে।
৩) পিঁপড়ার ক্ষুদ্রাতিক্ষুদ্র আকার দেখে যারা তাদের নেহাতই তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তারা ভুল করছেন। এই পিঁপড়ের দল একজোট হলে ধুন্ধুমার বাধিয়ে দিতে পারে। শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত পিঁপড়ে রয়েছে তাদের মোট ওজন পৃথিবীর মোট মানবজাতির ওজনের সমান।
৪) আমেরিকার জাতীয় পতাকার বাঁ দিকের কোণে ৫০টি তারা বা নক্ষত্র থাকে। এই নকশা ওহায়ো হাইস্কুলের এক ছাত্রের তৈরি। ক্লাসের প্রজেক্ট তৈরি করতে গিয়ে তার মাথায় এই ডিজাইন আসে। সেটিই পরে আমেরিকার জাতীয় পতাকায় স্থান পায়। যদিও এই নকশা এঁকে ক্লাস টিচারের থেকে B- (বি মাইনাস) গ্রেড পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ওই ছাত্রকে।
৫) লিওনার্দো দ্য ভিঞ্চির মৃত্যুর পর তার অনবদ্য সৃষ্টি মোনা লিসার ছবি নিজের বাথরুমে টাঙিয়েছিলেন ফ্রান্সের রাজা ফ্রান্সিস-১। এ নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
২৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�