সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ০৮:৪৩:০৯

এবার দেখা যাবে ড্রোনের কারিশমা!

এবার দেখা যাবে ড্রোনের কারিশমা!

এক্সক্লুসিভ ডেস্ক : বর্তমান ডিজিটাল যুগে আর অর্ডার দেয়া পণ্যের জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করে বসে থাকতে হবেনা। কোন পণ্য অর্ডার দেয়ার আধ ঘণ্টার মধ্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেয়া হবে। ক্রেতাদের পছন্দসই অর্ডার করা পণ্য দ্রুত তাদের হাতে পৌঁছে দিতে এবার এই উদ্ধেগ নিলেন অনলাইনে পণ্য বিক্রেতা অ্যামাজন। ক্রেতাদের কথা মাথায় রেখে মানববিহীন প্রাইম এয়ার ড্রোন পরিষেবা চালু করল মার্কিন বহুজাতিক সংস্থা অ্যামাজন। অ্যামাজন সংস্থা জানিয়েছে, ৫৫ পাউন্ড ওজনের ড্রোনটি পাঁচ পাউন্ড ওজন পর্যন্ত পণ্য বহন করতে সক্ষম। ‘সেন্স অ্যান্ড অ্যাভয়েড’ প্রযুক্তির মাধ্যমে কাজ করবে ড্রোনটি। ৪০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারবে সে। ড্রোনটি কেমন ভাবে কাজ করবে তা দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে অ্যামাজন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে যে ঠিকানায় পণ্যটি পৌঁছে দেওয়ার কথা, সেখানে আগে জায়গাটি স্ক্যান করে নিয়ে তার পর ল্যান্ড করবে ড্রোনটি। এর পর আপনা আপনি হ্যাচ খুলে যাবে নীচ থেকে। বেরিয়ে আসবে নির্দিষ্ট পণ্য। ক্রেতার কাছে পৌঁছে যাবে সে’টি। আপাতত পরীক্ষামূলক ভাবে কাজ শুরু করলেও প্রয়োজনীয় নিরাপত্তাজনিত অনুমতি পেলেই বাণিজ্যিক ভাবে কাজ করবে ড্রোনটি। ৩০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে