বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫০:৫০

রহস্যেঘেরা এক আম গাছ!

রহস্যেঘেরা এক আম গাছ!

কুষ্টিয়া প্রতিনিধি : রহস্যেঘেরা এক আম গাছ! যা শুনলে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। বিশ্বাস না করার কোনো উপায় নেই। অসময়ে আম গাছে আম। আধুনিক প্রযুক্তির ফলে এটা অসম্ভব কিছু নয়। এর মধ্যে অন্যতম বারোমাসি আম। দেশের প্রায় সব অঞ্চলেই বারোমাসি আমের চাষ করা হচ্ছে। মাতৃগাছে কলম করে বারোমামি আম ফলানো অসম্ভব কিছু নয়। কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের আমগাছে। ছোট্ট একটা বাড়ি। আর বাড়ির পাশেই উঠানের এক কোনে আমগাছটি। গাছটি দেখতে স্বাভাবিক মনে হলেও সেই গাছে নতুন মুকুল এসেছে, একইসঙ্গে কুঁড়ি আর বড় বড় আম। একই সময়ে কুঁড়ি আর বড় বড় আম কীভাবে সম্ভব? গাছের মালিক আতর আলীও তা দেখে অবাক। এটা যে কীভাবে হয়েছে তা তিনি নিজেও জানেন না। এ বছরই প্রথম গাছটিতে অসময়ে আম ধরেছে বলে জানান তিনি। আবার মুকুল, কুঁড়ি ও বড় বড় আম সবই যে একসঙ্গে। আতর আলী জানান, আমি ১৮-১৯ বছর আগে আটি ফজলি লাগিয়েছিলাম। গাছটিতে আগে তো এমন হয়নি, এবারই দেখলাম। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে