বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ১১:২৪:২৩

বিশ্ব ধনীদের যত মহৎ দান

বিশ্ব ধনীদের যত মহৎ দান

এক্সক্লুসিভ ডেস্ক : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফেসবুকে থাকা তার শেয়ারের ৯৯ শতাংশ দানের ঘোষণা দিয়েছেন৷ ছবিঘরে থাকছে অন্য আরও ধনী ব্যক্তিদের কথা, যারা তাদের সম্পত্তির বেশিরভাগই দানের অঙ্গীকার করেছেন৷ বিল ও মেলিন্ডা গেটস : ইতিমধ্যে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছেন এই দম্পতি৷ দাতব্য কাজের জন্য তাদের প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নাম বিশ্ব জোড়া৷ তারা তাদের সম্পত্তির ৯৫ শতাংশ দাতব্য কাজে ব্যয়ের পরিকল্পনা করছেন৷ বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ বিলিয়ন ডলার৷ ওয়ারেন বাফেট : ‘ক্রনিকল অফ ফিলানথ্রপি’ জানিয়েছে, ২০০৬ সালে বাফেট বিল ও মেলিন্ডা গেটস সহ আরও তিন ফাউন্ডেশনকে ৪৩.৬ বিলিয়ন ডলার দান করার অঙ্গীকার করেন৷ বিল গেটস ও ওয়ারেন বাফেট মিলে ‘গিভিং প্লেজ’ নামে একটি কর্মসূচি চালু করেন৷ এর আওতায় এখন পর্যন্ত ১৩৮ জন বিলিওনেয়ার তাদের সম্পত্তির বেশিরভাগ অংশ দান করার অঙ্গীকার করেছেন৷ মার্ক জাকারবার্গ : প্রথম কন্যাসন্তান ম্যাক্স-এর জন্ম হওয়ার পর ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছেন যে, তিনি ফেসবুকে থাকা তার শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য কাজে দিয়ে দেবেন৷ এর অর্থমূল্য প্রায় ৪৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন জাকারবার্গ৷ ল্যারি এলিসন : চিকিৎসা গবেষণা ও শিক্ষার উন্নয়নে ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এখন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছেন৷ তিনি তার সম্পত্তির কমপক্ষে ৯৫ শতাংশ দাতব্য কাজে ব্যয় করবেন বলে জানিয়েছেন৷ ফোর্বসের হিসেবে তার সম্পত্তির পরিমাণ প্রায় ৫৬.২ বিলিয়ন ডলার৷ তিনি বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী ব্যক্তি৷ আজিম প্রেমজি : ভারতের আইটি কোম্পানি উইপ্রোর চেয়ারম্যান প্রেমজি ২০১৩ সালের এপ্রিলে জানান, তিনি তার সম্পত্তির ২৫ শতাংশের বেশি দান করেছেন৷ পরবর্তী পাঁচ বছরে আরও প্রায় ২৫ শতাংশ সম্পত্তি দান করার পরিকল্পনার কথাও তিনি সে সময় জানিয়েছিলেন৷ ফোর্বস-এর হিসাবে প্রেমজি বর্তমানে ১৬.৩ বিলিয়ন ডলার সম্পদের মালিক৷ ৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে