শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ১১:১৩:২৩

সাবান দিয়ে ধোয়া যাবে যে মোবাইল!

সাবান দিয়ে ধোয়া যাবে যে মোবাইল!

এক্সক্লুসিভ ডেস্ক : ভয়টা কেটে যাচ্ছে। অসাবধানতায় মোবাইলটা নোংরা জায়গায় পড়ে গেলে কেমন লাগে তা সবারই জানা। সাধ করে কড়ি খসিয়ে কেনা ফোনটা হঠাৎ হাত ফসকে পড়ে গেলেও আর চিন্তা নেই। লিকুইড ড্যামেজে কভার করে না কোনো মোবাইল সংস্থাই। তবে এবার সেই চিন্তা থেকে মুক্তি। এসে গেল এমন মোবাইল যা জলে পড়ে গেলে চিন্তা তো নেই-ই, বরং সাবান দিয়ে কচলে ধোয়াও যাবে ফোন! এ ফোন তৈরি করেছে জাপানের মোবাইল প্রস্তুতকারক সংস্থা কিওসেরা। বিশ্বর প্রথম ওয়াশেবল ফোনের নাম রেফরি। ফোনে রয়েছে স্ক্রাচ-হিলিং ফিনিশ, স্মার্ট সনিক রিসিভার। নোংরা হয়ে গেলে হাত ধোয়ার সাবান দিয়ে দিব্যি ধুয়ে নেয়া যাবে মোবাইল। কিওসেরা জানাচ্ছে, রান্নাঘর, বাথরুম, রাস্তা যেকোনো জায়গায় ব্যবহার করা যাবে এ মোবাইল। ভিজে গেলেও কাজ করবে ফোনের টাচ স্ক্রিন। অ্যান্ড্রয়েড ৫.১ সফটওয়্যারে চালিত ফোনে রয়েছে পাঁচ ইঞ্চি ৭২০ পিক্সেল ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ৩০০০ এমএএইচ ব্যাটারি। ৪৬৫ মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে এই ফোন। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে