রবিবার, ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৪:১০

ব্যথা’র রোগীদের জন্য সুখবর!

ব্যথা’র রোগীদের জন্য সুখবর!

এক্সক্লুসিভ ডেস্ক: আপনার কি হাটু কিংবা কোমর ব্যথা, নাকি মাথা ব্যথা? উল্লেখিত এই তিনটি সমস্যার মধ্যে যে কোন একটি সমস্যা প্রায় সকল মানুষেরই রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে ব্যথার রোগী অনেক। ব্যথার চিকিৎসায় মানুষ একাধিক হাসপাতাল ও ক্লিনিকের শরণাপন্ন হয়। কিন্তু ব্যথা নিরাময়ের সমন্বিত কোনো কেন্দ্র দেশে নেই। ব্যথা ব্যবস্থাপনার উন্নত প্রযুক্তিরও ঘাটতি আছে। এ সকল সমস্যার সমাধানের লক্ষ্যে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ব্যথা-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। গতকাল শুরু হওয়া ব্যথা-বিষয়ক ওই আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা আরও জানান, যত মানুষ চিকিৎসকের কাছে যায়, তার একটি বড় অংশ কোনো না কোনো ব্যথা নিয়ে যায়। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব পেইন এবং বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অব পেইন যৌথভাবে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এ সম্মেলনের উদ্বোধন করা হয়। ৬ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে