টাকা জমানোর সহজ ৫ উপায়
এক্সক্লুসিভ ডেস্ক : শত চেষ্টা করেও কিছুতেই বড়লোক হতে পারছেন না। অনেক কষ্ট করে টাকা রোজগার করছেন, অথচ সব টাকাই ফুরিয়ে যাচ্ছে। ইচ্ছে সত্ত্বেও কিছুতেই টাকা সঞ্চয় করতে পারছেন না। এ নিয়ে আপনি মহা সমস্যায় আছেন।
আসলে এ সমস্যা শুধু আপনার নয়, এরকম সমস্যা অনেকেরই। টাকা জমানোটা একটা শিল্প। এ কাজটা একবার আপনি শিখে গেলে আর কখনো অসুবিধা হবে না।
কিন্তু যদি আপনি এটা শিখতে না পারেন তাহলে টাকা রোজগার অনেক করবেন, কিন্তু দিনের শেষে আপনার আর বড়লোক হওয়া হবে না। তাই এক ঝলকে জেনে নিন, টাকা জমানোর সহজ ৫ উপায়, যা মেনে চললে আপনার টাকা জমাতে খুব একটা অসুবিধা হবে না।
১) সবার আগে একটু পোস্ট অফিসে যাওয়ার অভ্যাস করুন। ব্যাঙ্কে তো অনেক গেলন। এখনো যান, কিন্তু পোস্ট অফিসটাকেও হেলাফেলা করবেন না। ওই জায়গাটা শুধুই আপনাকে চিঠি দিয়ে আসার জন্য তৈরি হয়নি। আপনাকে টাকা জমাতে সাহায্য করার জন্যও পোস্ট অফিসের অবদান থাকবে।
২) সেকেলে লাল রঙের ঘটে যদি মন না ভরে তাহলে এখনকার দিনের নানা রঙের, নানা আকারের অনেক ঘট বাজারে পাওয়া যায়। ওই ক'টা কিনে আনুন। তাতে একটা একটা করে কিছু কারণ লিখুন। কেন ঘটটা কিনেছেন। কিসের জন্য টাকা জমাতে চান। দেখবেন, ঠিক টাকা জমাতে পারবেন আপনি।
৩) টাকা জমাতে গেলে টাকা রোজগারও করতে হবে। তাই টাকা আয় করার জন্য আরো বেশি সময় দিন। সেক্ষেত্রে জমানোর সুযোগ থাকবে বেশি। অল্প টাকা আয় হলে জমানোর জন্য মানসিকভাবে শক্তি পাবেন কীভাবে?
৪) টাকা জমাতে গেলে মনে সাহস থাকা দরকার। কারণ এক্ষেত্রে আপনাকে, আপনার প্রিয় টাকাকে কাছ-ছাড়া করতে হয়। তাই সবদিক বিবেচনা করে যেখানে টাকা রাখবেন, সেটার জন্য সাহস নিয়ে সিদ্ধান্ত নিন।
৫) সবার কথা শুনুন। আপনার একটু সাহায্য চায় রোজ কত মানুষ। তারা আপনাকে বোঝাতে চান, যে আপনি তার কোম্পানিতে টাকা রাখলে কীভাবে তা পরিমাণে বাড়াতে পারবেন। অথচ আপনি ভাবেন, এতে শুধু তারই লাভ হবে। তাই এই মানসিকতার পরিবর্তন করুন। আর সবার কথা শুনুন। সিদ্ধান্ত তো আপনি নিজেই নেবেন। তাই বলে লোকের কথা শুনবেন না?
চলুন না এসব মেনে, দেখবেন কয়েক বছর পর আপনার অনেক টাকা জমে গেছে।
৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�