পুলিশের ভয়ে কুমিরের পেটে চোর!
এক্সক্লুসিভ ডেস্ক : পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে কুমিরের পেটে গেল এক চোর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পুলিশের ভয়ে ওই ছিঁচকে চোর দৌড়ে ঝাঁপিয়ে পড়ল লেকে।
২২ বছরের ম্যাথু রিগিন্স রাতে চুরি করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। কিন্তু টের পেয়ে পুলিশ তার পিছু নেয়। পুলিশের ভয়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে লেকে। উদ্দেশ্য ছিল সাঁতার কেটে পার পাওয়া, কিন্তু লেকে যে ১১ ফুট লম্বা একটা কুমির তার জন্যই অপেক্ষা করছিল। সেটি তার নজরে ছিল না। ওই চোর লেকে ঝাঁপিয়ে পড়া মাত্র কুমির তাকে লুফে নেয়।
এদিকে পুলিশ তাকে খুঁজতে থাকে। ঘটনার ১০ দিন পর লেকের পানিতে রিগিন্সের আংশিক দেহ ভেসে ওঠে। দেহটির বাকি অংশ কী হলো, তিনি কীভাবে মারা গেলেন তা জানতে গিয়ে লেকের কুমিরটির পেটে অনুসন্ধান চালায় পুলিশ। কুমিরের পেটেই চোরটির দেহের বাকি অংশের খোঁজ পায় পুলিশ।
৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�