বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪০:০৬

মেয়েকে বাঁচাতে বাঘের সাথে মায়ের লড়াই!

মেয়েকে বাঁচাতে বাঘের সাথে মায়ের লড়াই!

এক্সক্লুসিভ ডেস্ক : দুর্দান্ত এক সাহসী মা, যার কথা শুনলে চমকে উঠার মত। দুই শিশু সন্তান নিয়ে সেই মা চিতাবাঘের মুখে পড়েছিলেন। চার বছর বয়সী এক কন্যাশিশুকে টেনে নিয়ে যেতে চেয়েছিল চিতাবাঘটি। কিন্তু মায়ের অসীম সাহসিকতার কাছে হার মানলো বাঘটি। সম্প্রতি ভারতের লখনৌতে এমন এক ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারনাইঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্তর্গত মতিপুর রেঞ্জের একটি গ্রামে এ ঘটনা ঘটে। গত রোববার সকালে ওই গ্রামের বাসিন্দা ফুলমতি (৩০) তার দুই মেয়ে গাদিয়া ও রিচাকে নিয়ে মাঠ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি চিতাবাঘ তাদের আক্রমণ করে বসে। একপর্যায়ে চার বছর বয়সী কন্যাশিশুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে চিতাবাঘটি। এসময় মেয়েটির মা ফুলমতি সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। পাশাপাশি বাঘটিকে দূরে সরাতে অনবরত পাথর ছুঁড়তে থাকেন তিনি। প্রায় আধঘণ্টা লড়াই করার পর ফুলমতির এক আত্মীয় তার চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন। পাশাপাশি গ্রামের আরো দু-একজন এগিয়ে এলেও বাঘটি ভয়ে পালিয়ে না গিয়ে উল্টো তাদের ওপর হামলা করে। বাঘের হামলায় তিন মা-সন্তানসহ চারজন আহত হন। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় বন বিভাগের কোনো কর্মী এগিয়ে না আসায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে বাহরেইক জেলার বন কর্মকর্তা আশিস তিওয়ারি বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে