বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ১১:০২:২৮

মামলায় পড়ে থানায় কুকুরের হাজিরা!

মামলায় পড়ে থানায় কুকুরের হাজিরা!

এক্সক্লুসিভ ডেস্ক : মামলায় পড়ে থানায় হাজিরা দিল এক কুকুর! বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। পারিবারিক হিংসার মামলায় আপ নেতা সোমনাথ ভারতীর পোষ্য ল্যাবরেডর 'ডন'কে এবার সশরীরে থানায় হাজিরা দিতে হলো। সোমনাথের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আপের সাবেক মন্ত্রীর সঙ্গে তার কুকুরটিকেও সমন পাঠায় দিল্লির দ্বারকা নর্থ থানা। সেই সূত্রেই এদিন ডনকে নিয়ে থানায় যান ভারতী। আপ নেতার বক্তব্য, তিনি এ মামলার তদন্তে পুলিশকে সবরকম সহযোগিতা করে আসছেন। তারপরও অকারণে তার কুকুরকে আবার সমন পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। সোমনাথ ভারতীর স্ত্রী লিপিকা মিত্রের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত অক্টোবরে খবরের শিরোনামে আসে ডন নামে বছর ১২-এর এই কুকুরটি। ওই মামলায় লিপিকার অভিযোগ ছিল, তিনি অন্তঃসত্ত্বা থাকার সময় সোমনাথ তার পেছনে ডনকে প্রায়ই লেলিয়ে দিতেন। ডন তাকে কামড়েও দেয়। কিন্তু সেই অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে পারেননি সোমনাথের স্ত্রী। সেবার পুলিশের সামনে সোমনাথের নির্দেশ শুনে, তার স্ত্রীর দিকে তেড়ে যায়নি ডন। ফলে অভিযোগ থেকে মুক্তি পায় ডন। সিটি কোর্ট সোমনাথের পোষ্যকে ক্লিন চিট দেয়। সেই অক্টোবরের পর আবারো সমন পেল ল্যাবরেডরটি। অরবিন্দ কেজরিওয়াল সরকারের আইনমন্ত্রী ছিলেন সোমনাথ ভারতী। তার স্ত্রী লিপিকা মিত্র শারীরিক নির্যাতনের অভিযোগ আনায়, গত সেপ্টেম্বরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে আত্মসমর্পণ করেন সোমনাথ ভারতী। একই মামলায় জড়ানো হয় সোমনাথের পোষ্য কুকুরটিকে। পোষ্যকে সমন পাঠানোর ঘটনা অবশ্য নতুন নয়। অশ্রাব্য গালিগালাজের অভিযোগে এর আগে এক তোতাপাখিকেও সমন পাঠিয়েছিল থানা পুলিশ। ডাক পড়েছিল পোষ্য ছাগলেরও। ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে