শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৩:২৮

বর অঙ্কে ফেল! বিয়ে বাতিল করল কনে

বর অঙ্কে ফেল! বিয়ে বাতিল করল কনে

এক্সক্লুসিভ ডেস্ক : সব বিষয় থেকে অঙ্কের বিষয়টাকে ভয় পান অনেকেই। তাই বলে এই অঙ্কের জন্য বিয়ে বাতিল হয়ে যেতে পারে, একথা বোধহয় স্বপ্নেও ভাতে পারে না কেউ। শুধুমাত্র এই অঙ্কের প্রশ্নের উত্তর দিতে না পারায় বিয়ে বাতিল করে দিলেন ভারতের আগ্রার খুশবু। সোমবার রাতে যারা ওই বিয়েতে পৌঁছেছিলেন তারা জানান, খুশবু ক্লাস ৮ পর্যন্ত পড়াশোনা করেছে। তার ইচ্ছে সে শিক্ষিকা হবে। বিয়ে বাতিল হয়ে যাওয়ার পর খুশবুর পরিবারের লোকজন জানায়, ওই ব্যক্তি অশিক্ষিত ও মানসিকভাবে অসুস্থ। আগ্রার গুলারাইপুর গ্রামে ওই বিয়ের আয়োজন করা হয়েছিল। ওড়িশার সারাইয়া গ্রামের বাসিন্দা ওমভীরের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন শ্রীকৃষ্ণ বাবু সাক্সেনা। বিয়ে শুরু হওয়ার পরই কনের এক বন্ধু তাকে জানায় যে বিয়ের মন্ত্রই ঠিক করে পড়তে পারছে না ওমভীর। এরপরই ওমভীরের কাছে গিয়ে তাকে অঙ্কের কিছু প্রশ্ন করতে শুরু করে খুশবু। মেয়ের বাবা-মা মেয়েকে বাধা দিতে গেলে খুশবু প্রতিবাদ জানিয়ে বলে যে সে কোনও অশিক্ষিত লোককে বিয়ে করতে পারবে না। কিছু কয়েন হাতে দিয়ে গুনতে বলা হলে ৯-এর পর গিয়ে থেমে যায় পাত্র। মোবাইল নম্বর ডায়াল করতে পারে না সে। এমনকী ৬৯ আর ৭৯-এর মধ্যে কোনও তফাৎও বোঝে না। আরও কয়েকটি প্রশ্ন করার পর খুশবু বুঝতে পারে যে ওমভীর শুধু অশিক্ষিতই নয়, মানসিকভাবে অসুস্থও। খুশবুর এই সিদ্ধান্তে খুশি তার পরিবার ও প্রতিবেশীরা। এমন একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করায় ক্ষমা চেয়েছেন খুশবুর বাবাও। ঘটনাটি গড়ায় সমাজের পঞ্চায়েত পর্যন্ত। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় খুশবু। ১১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে