শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৯:১৬

কম্পিউটার বলে দেবে দাম্পত্য জীবনে আপনি সুখী কি না!

কম্পিউটার বলে দেবে দাম্পত্য জীবনে আপনি সুখী কি না!

এক্সক্লুসিভ ডেস্ক : একটি দম্পতি সুখী কি না বা ভবিষ্যতে তারা সুখী হবে কি না তা বলে দেবে কম্পিউটার! বিষয়টি অস্বাভাবিক হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গবেষণার ফল এরকমই। গবেষণায় দেখা যাচ্ছে-এমন একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা হয়েছে সেখানে দম্পতিদের কণ্ঠস্বর পরীক্ষা করেই বলে দেয়া সম্ভব যে তারা সুখী কিনা এবং ভবিষ্যতেই বা তারা সুখী হবে কিনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউএসসি ভিটারবি স্কুল অব ইঞ্জিনিয়ারিং এবং উটাহ বিশ্ববিদ্যালয় একটি প্রোগ্রাম তৈরির কাজ করেছে যা দম্পতিদের কণ্ঠের মাত্রা, গভীরতা, ভয় ও হাসিমুখে কথাবার্তার ধরন পরীক্ষা করে বলা যাবে তারা কতটা সুখী। গবেষণাটি জার্নাল প্রসিডিংস অব ইন্টারস্পিচ এ প্রকাশিত হয়। গবেষকরা টানা দুই বছর বিবাহ সংক্রান্ত কাউন্সিলিংয়ের সময় ১০০ দম্পতির কথাবার্তা রেকর্ড করে। পরে তারা পাঁচ বছর দম্পতিদের বৈবাহিক অবস্থার পরিমাণ সংরক্ষণ করে। গবেষকরা দেখেন, প্রোগ্রামটি ব্যবহার করে গুরুতর সম্পর্কের সমস্যাগুলো ৭৯ শতাংশ সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব। যা সম্পর্ক বিশেষজ্ঞ চিকিৎসকদের থেরাপির চেয়ে বেশি নির্ভুল। প্রধান গবেষক ও ইউএসসি ভিটেরবি’র অধ্যাপক ডা: শ্রীকান্ত নারায়ণ বলেন, আপনি কী বলছেন তা গুরুত্বপূর্ণ নয় কীভাবে বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গবেষণায় নিশ্চিত হয়েছি, দম্পতিদের ভাল সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি দরকারি। দম্পতিদের একজনের কথা আরেকজনের আবেগ-অনুভূতিতে কী ধরণের প্রভাব ফেলে গবেষণায় তাই দেখানোর চেষ্টা করা হয়েছে। উটাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: ব্রায়ান বাউকম বলেন, মনোবিজ্ঞানীরা এবং গবেষকরা দীর্ঘদিন যাবৎ এই বিষয়টি জেনে আসছেন যে, স্বাভাবিক সময়ে বা সমস্যা চলাকালে সঙ্গী যেভাবে কথা বলে তা সম্পর্কে প্রভাব ফেলে। তিনি আরও বলেন, কথাবার্তার গুরুত্বপূর্ণ উপাদান পরিমাপের জন্য দক্ষ ও নির্ভরযোগ্য যন্ত্রপাতি বা পদ্ধতি না থাকায় এ বিষয়ে ব্যাপকভাবে চিকিৎসা প্রদানের অন্তরায় ছিল। ১১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে