ম্যাজিক দেখে হাসছে বানর
এক্সক্লুসিভ ডেস্ক : ‘ম্যাজিক ট্রিকস' অনেক সময় হাসির খোরাক হয়। প্রাণীদের বেলায়ও কি এমনটা হয়। ম্যাজিক দেখে ওদের প্রতিক্রিয়া কেমন হয়?
হয়ত কেউ কেউ বলবেন, জীব-জন্তুরা ম্যাজিক বুঝে নাকি?
যদি উত্তর আসে, হ্যাঁ বুঝে।
তাহলে কী বলবেন?
থাক বলার দরকার নেই। আপনি আগে একটি ঘটনা শুনুন।
ঘটনা স্পেনের বার্সেলোনা চিড়িয়াখানার। এক দর্শনার্থী ওরাংওটাং-এর খাঁচার সামনে বসে প্রাণীটির সাথে ভাব জমানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি কফি কাপে একটি বল রেখে সেটি নাড়ান এবং একটি ‘ম্যাজিকের' মতো করে কাপের ঢাকনা খোলেন।
দেখা গেল, বলটি আর কাপের মধ্যে নেই। ওরাংওটাং সেটা বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল। তারপর...যা করল, তা নিজেই দেখে নিন-
গত ৯ ডিসেম্বর ইউটিউবে আপলোড করা ভিডিওটি ইতোমধ্যে একটি সূত্রেই প্রদর্শিত হয়েছে প্রায় ৩০ লাখবার। অনেকে সেটি কপি করে আলাদা আলাদাভাবে আপলোড করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম সাইটে।
ওরাংওটাংকে বিনোদিত করা সেই দর্শনার্থী জানিয়েছেন, ওটা তার জীবনের এক অন্যতম সেরা মুহূর্ত।
সূত্র : ইন্টারনেট
১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ