বুলেট ট্রেনের বুলেটি কাণ্ড!
এক্সক্লুসিভ ডেস্ক : জাপানকে বলা হয়ে থাকে সূর্যদয়ের দেশ। আর এই জাপানেই এমন কিছু নতুন নতুন আবিস্কার হচ্ছে যা পৃথিবীর কাছে নতুন সূর্যের মতোই। কিছুদিন আগেও জাপানে পাঁচশ' ও বেশি গতি সম্পূণ্য ট্রেন আবিস্কার হয়েছে। আর তাই জাপানকেই বলাহয় বুলেট ট্রেনের জনক। তবে তার পর পৃথিবীর বহু দেশেই রমরমিয়ে চলছে বুলেট ট্রেন। অসম্ভব গতিতে, কিন্তু প্রায় নিঃশব্দেই। যে ট্রেনের গতি এখন ঘণ্টায় ৫৭৫ কিলোমিটারেরও বেশি। ফ্রান্স, জার্মানি, স্পেন, কানাডা, চীন, জাপানের পর স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলি ও আমেরিকাতেও চালু হয়েছে বুলেট ট্রেন। ওই সব বুলেট ট্রেন দেখতে যতটানা চমৎকার তার চেয়ে বেশি চমৎকার এই ট্রেনের ভ্রমন।
১২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�