সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৭:৫৯

বিস্ময়কর ঘটনা, পানির নিচে আজব টেনিস কোট!

বিস্ময়কর ঘটনা, পানির নিচে আজব টেনিস কোট!

এক্সক্লুসিভ ডেস্ক : দুবাই মানেই যেন বিশ্বকর্মার যাবতীয় চমকের স্থান। গগনচুম্বী বহুতল থেকে আরও কতশত আজব স্থাপত্যকীর্তির বিস্ময়ঘোর।মনে থাকলেও থাকতে পারে, আল আরব লাক্সারি হোটেলের ছাদে বানানো টেনিস কোটে আন্দ্রে আগাসি বনাম রজার ফেডেরারের লড়াই। ২০১১-র দুবাই ডিউটি ফ্রি মেন'স ওপেনের আগে, ওই বিলাসী হোটেলের ছাদে মুখোমুখি হয়েছিলেন দুই টেনিস তারকা। এ বার তার থেকেও বড় চমক অপেক্ষা করে আছে। সেই দুবাইতেই।ভাবতে পারেন, যেখানে টেনিস খেলছেন, তার মাথার ওপর আকাশ নেই। আছে, স্বচ্ছ নীল টলটলে পানি। মাথার ওপর খেলে বেড়াচ্ছে মাছের ঝাঁক। ঊর্ধ্বপানে থেকে চোখ ফিরিয়ে সামনে তাকালে, দেখবেন সুন্দর সুবজ টেনিস কোর্টে খেলছেন তারকারা। মনে হতেই পারে রূপকথা। মনে হতে পারে, আজগুবি, অদ্ভুতুড়ে ভাবনাবিলাস। তা আপনি যা-ই ভাবুন, এটাই বাস্তব। পানির নীচেই হতে চলেছে টেনিস কোর্ট। যিনি এর রূপকার, সেই বিশ্বকর্মা একজন পোলিশ আর্কিটেক্ট, নাম ক্রিসত্‍‌তফ কোতালা। এখন শুধু হন্যে হয়ে তিনি খুঁজছেন কোনও ধনপতিকে, যিনি এই প্রজক্টে আর্থিক সহায়তা করবেন। নিঃসন্দেহে এটি হতে চলেছে বিশ্বের প্রথম আন্ডারওয়াটার টেনিস কোর্ট। যা বানাতে খরচ হবে আনুমানিক ১.৭ থেকে ২.৫ বিলিয়ন ডলার। অর্থাত‌ ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ১৬ হাজার ৭৭৯ কোটি ৩৬ লক্ষ ২৫ হাজার টাকা।কোতালা জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যেই এই টেনিস কোর্ট নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। এমন ভাবেই এটি গড়ে উঠবে, যাতে সুনামি বা ভূমিকম্পের আঁচ না লাগে। কোনও প্রাকৃতিক দুর্যোগ ঘটলে, দর্শকদের যাতে দ্রুত জলের ওপরে তুলে আনা যায়, সেই পথও থাকছে। অর্থাত্‍ পানিতে হাবুডুবু খেয়ে সলিল সমাধি হওয়ার ভয় অন্তত নেই। তাই নির্ভয়েই অদূর ভবিষ্যতে স্থাপত্যসৌন্দর্যের সঙ্গে উপভোগ করতে পারেন টেনিস।১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে